শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্পেস স্টেশন

মহাকাশে ৩৭১ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

space

মহাকাশে একটানা ৩৭১ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী। তাদের সয়ুজ এমএস-২৩ ক্যাপসুলে ২৭ সেপ্টেম্বর কাজাখস্তানের মরুভূমিতে নিরাপদে অবতরণ করানো হয়।

দীর্ঘসময় মহাকাশে সময় কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ফ্র্যাঙ্ক রুবিও। তিনি একবছরেরও বেশি সময় আইএসএসে ছিলেন। তার সঙ্গে রাশিয়ান মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিনও ফিরে এসেছেন। 


বিজ্ঞাপন


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কুল্যান্ট ফুরিয়ে গিয়েছিল, তাই একটি সয়ুজ ক্যাপসুল ব্যবহার করা হয়েছিল।

space32

মহাকাশ স্টেশনে এক বছরেরও বেশি সময় কাটিয়েছেন ফ্র্যাঙ্ক রুবিও। তাও আবার একটানা। মোট ৩৭১ দিন। মাধ্যকর্ষণ শক্তির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তিনি পৃথিবীর চারপাশে ৫৯৬৩ বার আবর্তন করেন। আর আগে কোনও মহাকাশচারী পৃথিবীর বাইরে এতদিন থাকেনি। রুবিও এই প্রথম মহাকাশে টানা এতদিন কাটিয়ে রেকর্ড গড়েন।

 ৩৭১ দিন, মোটেই কম সময় নয়। মাটিতে পা পড়ছে না। পৃথিবীতে ফেরার পর থেকেই মাধ্যাকর্ষণ শক্তি যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে।


বিজ্ঞাপন


এর আগে আমেরিকান নভোচারী মার্ক ভান্দে হেই ২০২২ সালে ৩৫৫ দিন মহাকাশে থেকে রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকেই ভেঙে দিলেন ফ্রাঙ্ক রুবিও। মিশনটি ১৮০ দিনের হওয়ার কথা ছিল। কিন্তু তার সময় গড়িয়ে ৩৭১ দিন হয়েছে। 

space-3

রুবিও মার্ক ভান্দে হেইয়ের চেয়ে মহাকাশে দুই সপ্তাহ বেশি কাটিয়েছেন। রুবিও এবং মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিনকে পৃথিবীতে ফিরিয়ে আনা সয়ুজ ক্যাপসুলটিকে তাদের সাহায্যের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল। আর তাতে করেই নেমে আসেন তিন মহাকাশচারী।

১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ৪৩১ দিনের মহাকাশ ভ্রমণের বিশ্ব রেকর্ড রয়েছে রাশিয়ার ভ্যালেরি পলিয়াকভের দখলে। ফ্র্যাঙ্ক, প্রোকোপিয়েভ এবং পেটলিন মহাকাশ স্টেশনে ৩৭১ দিন থাকার রেকর্ডটি ধরে রেখেছেন। এটি মহাকাশে দীর্ঘতম থাকার তৃতীয় রেকর্ড।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর