ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা লাইভ স্ট্রিমিং করতে পারে এমন স্মার্ট গ্লাস এনেছে। নাম মেটা রে ব্যান স্মার্ট গ্লাস। এই ডিভাইসের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তারই লাইভস্ট্রিমিং করতে পারবেন এবং তা এক্কেবারে রিয়েল টাইম ভিত্তিতে। যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে।
মেটার সঙ্গে যৌথভাবে এই গ্লাস এনেছে বিখ্যাত গ্লাস নির্মাতা প্রতিষ্ঠান রে ব্যান।
বিজ্ঞাপন
কেতাদুরস্ত এই চশমার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এর ব্যবহার করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিয়ো লাইভস্ট্রিম করতে পারবেন।
ফ্রেমে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং এলইডি ইউনিট।
২০২১ সালের সেপ্টেম্বরে মেটার তার প্রথম স্মার্ট গ্লাস লঞ্চ করেছিল। সেই স্মার্ট ওয়্যারেবলের নাম ছিল রে ব্যান স্টোরিজ। নতুন মেটা স্মার্ট চশমাটি হল তারই পরবর্তী প্রজন্ম।

বিজ্ঞাপন
যদিও রে ব্যান মেটা স্মার্ট গ্লাসেসে কোনো ডিসপ্লে ইউনিট ফিচার করছে না।
স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে এই স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। অন্য দিকে পোলারাইজড ও ট্রানজিশন লেন্স দিয়ে দাম পড়বে ৩২৯ মার্কিন ডলার ও ৩৭৯ ডলার।
মোট ১৫০টি ভিন্ন কাস্টম ফ্রেম ও লেন্স ডিজাইনের কম্বিনেশনে এই স্মার্ট গ্লাসেস পাওয়া যাবে।
আপাতত এই চশমা বিশ্বের ১৫টি দেশে প্রি-অর্ডার করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান মার্কেটে ১৭ অক্টোবর থেকে ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তারই লাইভস্ট্রিমিং করতে পারবেন এবং তা এক্কেবারে রিয়্যাল টাইম ভিত্তিতে। যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে। এছাড়াও ব্যবহারকারীরা ‘হে মেটা প্রম্পট দিয়ে হ্যান্ডসফ্রি ফাংশন সক্রিয় করতে পারবেন।

যদিও এই নতুন রে ব্যান মেটা স্মার্ট গ্লাসেসে কোনো ডিসপ্লে নেই। মেটার তরফ থেকে দাবি করা হয়েছে, আগের রে ব্যান স্টোরিজের তুলনায় এই নতুন চশমার ডুয়াল ওপেন-ইয়ার স্পিকার্স অডিও লিকেজ আরও কম করতে পারে। সেই কারণেই নতুন চশমাটি আগের থেকে আরও ৫০% বেশি সাউন্ড দিতে পারে অতিরিক্ত ক্ল্যারিটি সহযোগে।
পারফরম্যান্সের জন্য এই চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন১ প্ল্যাটফর্ম প্রসেসর রয়েছে। এই প্রসেসর পেয়ার করা রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজের সঙ্গে। আগের থেকে এই চশমার ডিজাইন আরও পাতলা করা হয়েছে। এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় চশমাটি 32 ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। আর একবার সম্পূর্ণ ভাবে চার্জ হতে এই চশমা সময় নেয় ৭৫ মিনিট। সুরক্ষার জন্য এই চশমায় থাকছে আইপিএক্স৪ রেটিং।
এজেড

