শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উদ্ভাবন

ভিভোর এই ফোন বাটন চাপলেই ঠান্ডা হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

vivo

ফোন কিছু সময় ব্যবহার করলে গরম হয়। তখন ফোনের কার্যক্ষমতা কমে। ঘনঘন হ্যাং করে। এই সমস্যার সমাধানে এগিয়ে এলো চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। 

ভিভো সম্প্রতি টি ২০ প্রো নামের একটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই ফোন ঠান্ডা করতে অভিনব ফিচার দেওয়া হয়েছে। একটি বাটন চেপেই গরম ফোন ঠান্ডা করা যাবে।


বিজ্ঞাপন


শুধু কি তাই? এই ফোন রয়েছে একগুচ্ছ অত্যাধুনিক ফিচার। স্টোরেজও বিশাল। র‌্যামও দুর্দান্ত। 

ভিভো টি ২০ প্রো একটি ৫জি স্মার্টফোন। এই ফোনে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। 

প্রতি মুহূর্ত ক্যামেরাবন্দী রাখার জন্য ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে এই স্মার্টফোনে।

vivo


বিজ্ঞাপন


ভিভো টি২ প্রো ৫জি স্মার্টফোন কেনা যাবে দুইটি ভার্সনে। এগুলো হলো ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি ৮ জিবি র‌্যামের সঙ্গে মিলবে ২৫৬ জিবি স্টোরেজে। 

ব্ল্যাক এবং ডিউন গোল্ড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ভিভোর নতুন এই হ্যান্ডসেটে থাকছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। এতে ৪ এনএমের মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০০ মডেলের চিপসেট থাকছে। 

গেমারদের জন্য এই ফোনে  রয়েছে বিশেষ সুবিধা। সাধারণত গেমিংয়ের সময় ফোন একটুতেই গরম হয়ে যায়। সেই সমস্যা দূর করার জন্য এতে দেওয়া হয়েছে লিকুইড কুলিং সিস্টেম।

ফটোগ্রাফির জন্য মিলবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে ২ মেগাপিক্সেল বোকেহ শুটার। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার রয়েছে স্মার্টফোনে।

t2

এই ক্যামেরাতে নাইট মোড, প্যানারমা, টাইম ল্যাপসসহ একাধিক ফটোগ্রাফি ও ভিডিও মোডের সুবিধা তোলা যাবে। পাশাপাশি স্মার্টফোন অপারেট করার জন্য রয়েছে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।

স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪৬০০ এমএএইচ। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে ভিভো।

কোম্পানির দাবি অনুসারে, ০ থেকে ৫০ শতাংশ চার্জ হতে স্মার্টফোনে সময় খরচ হবে ২২ মিনিট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর