২২ সেপ্টেম্বর থেকে ভারতে বিক্রি শুরু হয়েছে আইফোন ১৫ সিরিজ। দেশটির অ্যাপল স্টোর থেকে নতুন আইফোন কেনার জন্য গভীর রাত থেকে লাইন দাঁড়িয়েছিলেন ভারতীয়রা। দেশটির মুম্বাাইয়ের অ্যাপল স্টোরের সামনে সাপের মতো একেঁবেঁকে গেছে সেই লাইন। আইফোন কেনার জন্য উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
নতুন আইফোন হাতে নেওয়ার জন্য ভারতীয়রা অ্যাপল স্টোরের সামনের সড়কে রাতভর লাইনে দাঁড়িয়ে ছিলেন। কেউবার ভোর রাতে এসে লাইনে সামীল হয়েছেন। সবারই একটাই লক্ষ্য ছিল নতুন আইফোন ১৫ হাতে পাওয়া।
বিজ্ঞাপন
মুম্বাইয়ের অ্যাপেল বিকেসি স্টোরে কাতারে কাতারে মানুষ জমা হয়ে ছিলেন।

এ বছর আইফোন ১৫ সিরিজের অধীনে যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে তা হল - আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
শুধু মুম্বাই নয়, দিল্লির সাকেতেও খোলা হয়েছে এক্সক্লুসিভ অ্যাপেল স্টোর। সেখানেও ক্রেতাদের লম্বা লাইন দেখা গিয়েছে।
বিজ্ঞাপন
দিল্লির দোকানটিতে ভোর চারটা থেকে লাইন দিয়েছিলেন রাহুল নামের এক আইফোনভক্ত। তার কাছে ইতিমধ্যে রয়েছে আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এদিন আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনতে এসেছিলেন তিনি।

ভারতে বিক্রির প্রথম দিনে আইফোন ১৫ মডেলে ৬০০০ রুপি ছাড়ের ঘোষণা করা হয়েছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ব্যাংকের কার্ড দিয়ে কিনলে তবেই এই অফার পাওয়া যাবে।
আইফোন ১৫ এর দাম ভারতে ৭৯ হাজার ৯০০ রুপি থেকে শুরু হয়েছে।
এজেড

