এখন থেকে জিমেইল ও ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট গুগল বার্ড এআই ব্যবহার করা যাবে। সম্প্রতি বার্ডে গুগল ইট নামের একটি বাটন যোগ হয়েছে। এর মাধ্যমে আপনি খুব সহজে, খুব দ্রুততার সঙ্গে বার্ডের কাছ থেকে যে কোনও প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আপনি যখন 'জি' আইকনটিতে ক্লিক করবেন, তখন বার্ড প্রতিক্রিয়াটি পড়বে এবং তা প্রমাণ করার জন্য ওয়েব মাধ্যমে যথেষ্ট সামগ্রী আছে কি না, তার মূল্যায়ন করবে।
বিজ্ঞাপন

বার্ড এআই চ্যাটবটে যে নতুন ফিচার যোগ করা হয়েছে, তা হল বার্ট এক্সটেনশন। এই এক্সটেনশন ব্যবহার করে বার্ড বেশ কিছু প্রাসঙ্গিক তথ্যও পাবে অন্যান্য সব গুগল প্রোডাক্ট থেকে। তার ফলে আপনার প্রাত্যহিক ব্যবহারের বিভিন্ন গুগল প্রোডাক্ট যেমন, জিমেইল, ডকস, ড্রাইভ, ম্যাপস ইউটিউবসহ আরও একাধিক পরিষেবায় এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া থাকবে।
এজেড

