বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে সুরক্ষিত থাকার ৫ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে সুরক্ষিত থাকার ৫ উপায়

পৃথিবী জুড়ে জনপ্রিয়তার শীর্ষে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্লাটফর্ম ব্যবহার করেন কয়েক শ কোটি মানুষ। এতে প্রতি নিয়তই যোগ হচ্ছে নিত্যনতুন ফিচার। ব্যবহারকারীদের নিরাপত্তা দিতে সদা সচেষ্ট হোয়াটসঅ্যাপ। বলা হয়, হোয়াটসঅ্যাপের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটড। কিন্তু তারপরও হোয়াটসঅ্যাপ থেকে তথ্য ফাঁস হয়, হ্যাক হয় অ্যাকাউন্ট। জানুন হোয়াটসঅ্যাপে সুরক্ষিত থাকার পাঁচ উপায়।

ফোন হারালে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হারায়?


বিজ্ঞাপন


একবার ফোন হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ হয়ে যায়। তবে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ ছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য সেভ থাকে। এই কারণে ফোন হারিয়ে গেলে অনেকেই দুশ্চিন্তা শুরু করে দেন। তবে খুব সহজেই হারিয়ে যাওয়া ফোন থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট করা সম্ভব। এই জন্য দ্রুত একটি ডুপ্লিকেট সিম কার্ড নিয়ে নিন। এর পরে নতুন একটি ফোন থেকে সেই সিম ব্যবহার করে ওটিপি এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ লগ ইন করলে হারিয়ে যাওয়া ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে।

whatsappপ্রোফাইল ছবির সুরক্ষা

আপনার প্রোফাইল ছবি থেকে অনলাইন প্রতারকরা আপনার ক্ষতি করতে পারেন। আপনি যদি একই ছবি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকেন তবে আপনার সম্পর্কে আরও অনেক তথ্য খুঁজে পেতে দেরি হবে না হ্যাকারদের। তবে খুব সহজেই এই সমস্যার সমাধান সম্ভব। হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে একটি বিশেষ ফিচার যা ব্যবহার করলে শুধুমাত্র আপনার কনট্যাক্টের সেভ থাকা নম্বর থেকে আপনার প্রোফাইল ছবি দেখা যাবে। এই জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস ওপেন করুন। এর পরে প্রাইভেসি ওপেন করে প্রোফাইল অপশন বেছে নিন। এর পরে মাই কনট্রাক্ট অপশন বেছে নিতে হবে। এর পরে শুধুমাত্র আপনার কনট্যাক্টে সেভ থাকা ব্যক্তিই আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি দেখতে পাবেন।

​অজানা লিংক থেকে সাবধান


বিজ্ঞাপন


ডিজিটাল জামানায় প্রায় সব সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই আপনার কাছে নিয়মিত অজানা লিংক আসতে থাকে। এই ধরনের অজানা লিংকে কখনই ক্লিক করবেন না। বেশিরভাগ সময় আপনার ডিভাইসে ম্যালওয়্যার ঢোকাতে এই ধরনের লিঙ্কগুলো পাঠায় হ্যাকাররা। যা আপনার ফোনের ক্ষতি করে দিতে পারে। এই ধরনের লিংকগুলোতে ট্যাপ করে ওপেন না করে লং ট্যাপ করে কপি করে ব্রাউজারে ScanURL, PhishTank এর মতো ওয়েবসাইটে পেস্ট করে আগে জেনে নিন।

appটু-স্টেপ ভেরিফিকেশন

হোয়াটসঅ্যাপ লগ ইনের সময় সুরক্ষার অতিরিক্ত স্তর যুক্ত করতে টু-স্টেপ ভেরিফিকেশন অবশ্যই ব্যবহার করুন। সুরক্ষার অতিরিক্ত স্তর যুক্ত হওয়ার কারণে হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সহজ হবে। হোয়াটসঅ্যাপ ওপেন করে Settings > Accounts থেকে এই সুরক্ষা ফিচার এনেবেল করে নেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লকআউট

নিয়মিত কম্পিউটার থেকে WhatsApp Web ব্যবহার করে চ্যাট করেন? তবে অবশ্যই ব্যবহার শেষ হলে Web ক্লায়েন্ট থেকে অ্যাকাউন্ট লগ আউট করুন। কারণ কম্পিউটারে WhatsApp Web লগ ইন করে রাখলে পরে তা অন্য কোন ব্যক্তি দেখে নিতে পারেন। বিশেষ করতে অফিসের কম্পিউটার ব্যবহার করলে WhatsApp Web লগ আউট করতে ভুলবেন না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর