শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

টিপস

স্মার্টফোন ফটোগ্রাফি: ফোনে ভালো ছবি তোলার কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ এএম

শেয়ার করুন:

phone photography

ডিএসএলআর ক্যামেরাকে পাশ কাটিয়ে এখন ফোনেই তোলা হচ্ছে ছবি। এখনকার ফোনগুলোতে ভালো মানের ক্যামেরা রয়েছে। ফলে স্মার্টফোন ফটোগ্রাফি জনপ্রিয় হয়ে উঠেছে। 

সোশ্যাল মিডিয়ার যুগে ফটোগ্রাফির চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। তার একটি বড় কারণ হল মোবাইল ফটোগ্রাফি ক্যামেরার চেয়ে অনেক সহজ। ফলে বর্তমানে স্মার্টফোনের ক্যামেরাও অনেক উন্নত করা হচ্ছে। অনেকেই মনে করেন ফোনে ভালো ছবি তোলা যায় না।
photo2 

তবে তার জন্য বিশেষ কিছু উপায় রয়েছে। কিছু ফটোগ্রাফি টিপস রয়েছে, যার সাহায্যে, আপনি একটি সাধারণ ফোন দিয়েও দুর্দান্ত ছবি তুলতে পারবেন। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে খুব সহজেই একটি দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।
photo


বিজ্ঞাপন


সঠিক সময় বেছে নিন

ভালো ফটোগ্রাফির জন্য সঠিক সময় ঠিক করুন। যেমন সকালের আলোয় সব সময় ভালো ছবি ওঠে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব বেশি আলোয় ছবি তোলা।
photo23

ফোকাসিং সিলেক্ট করুন

সঠিক ফোকাস পেতে ট্যাপ ফোকাস ব্যবহার করুন। অর্থাৎ যে জিনিসটির ছবি তুলছেন, তা ফোকাসে থাকা প্রয়োজন। ঠিক মতো ফোকাস করতে পারলেই দুর্দান্ত ছবি তুলতে পারবেন।


বিজ্ঞাপন


দুরত্ব বজায় রাখুন

যে ছবিটা তুলবেন চেষ্টা করবেন, তার থেকে কিছুটা দুরত্ব বজায় রাখার। এতে ছবি ভালো আসবে। তবে ছবি তোলার সময় আপনাকে বুঝে নিতে হবে, কোন ছবিটা কাছ থেকে তুললে ভাল আসবে। আর কোনটা দূর থেকে। সেটা বুঝে নিয়ে ছবি তুললেই একটি দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন।
photo23

ক্যামেরা সেটিংস ঠিক করুন

আপনার স্মার্টফোন ক্যামেরার সেটিংস বুঝুন এবং সময়ে সময়ে সেগুলো কাস্টমাইজ করুন। তার মধ্যে রয়েছে ছবির আকার, এক্সপোজার এবং হোয়াইট ব্যালেন্স। এছাড়াও, আপনি এটিতে ফিল্টারও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন ছবি সুন্দর করার জন্য তাতে ফিল্টার দেওয়ার প্রয়োজন। কোন ছবিতে কী ধরনের ফিল্টার ব্যবহার করতে হবে, তা আপনি এডিট করতে করতেই বুঝে যাবেন। কারণ ফটো এডিটিংও ফটোগ্রাফির একটি অংশ। এর সাহায্যে, আপনি ফটোতে রঙ, আলো, ফিল্টারের মতো পরিবর্তন করতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর