শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

আইফোনকে বানান অ্যানড্রয়েড ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

আইফোনকে বানান অ্যানড্রয়েড ফোন

আইফোন চলে আইওএস অপারেটিং সিস্টেমে। যা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে ভিন্ন। আইফোন ব্যবহারকারীরা এখন থেকে অ্যানড্রয়েডের স্বাদ পাবেন। গুগল এমন একটি অ্যাপ আনছে যা ব্যবহারে আইফোন হবে অ্যানড্রয়েড ফোন। অ্যাপটির নাম ‘স্যুইচ টু অ্যানড্রয়েড’। 

সম্প্রতি অ্যাপটির  একাধিক বৈশিষ্ট প্রকাশ হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সহজেই আইফোনে থাকা একাধিক মিডিয়া ফাইল ট্রান্সফার করতে পারবেন অ্যানড্রয়েডে।


বিজ্ঞাপন


ios৯ টু ৫ গুগলের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, যে সকল ইউজার আইফোন থেকে সহজেই অ্যানড্রয়েড স্মার্টফোনে  স্যুইচ করতে চান তাদের কথা মাথায় রেখেই এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। স্যুইচ টু অ্যানড্রয়েড অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের পুরোনো আইফোন থেকে নয়া  অ্যানড্রয়েড ফোনে–কন্টাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট, ফটো এবং ভিডিও স্থানান্তর করতে সক্ষম হবেন।

পূর্বে, আইফোন থেকে গুগল ড্রাইভে তাদের ডেটা স্থানান্তর করতে হত, যার ফলে বেশ খানিকটা স্টোরেজ অপচয় হত অথবা, গুগল স্টোরেজে স্পেস না থাকলে, অ্যানড্রয়েড ১২ ওএস চালিত ফোনে ইউএসবি টাইপ-সি কেবলের সঙ্গে একটি লাইটিং সংযোগ করে ডেটা ‘ট্রান্সফার’ করতে হত।  এখন এই অ্যাপের সাহায্যে আর ও সহজে মিডিয়া ফাইল ট্রান্সফার করতে পারবেন ইউজাররা।

‘স্যুইচ টু অ্যানড্রয়েড’ অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করার প্রক্রিয়া 

স্যুইচ টু অ্যানড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন -https://apps.apple.com/in/app/id1581816143


বিজ্ঞাপন


স্টার্ট বাটনে ক্লিক করে অ্যাপ ইন্সটল করুন এই আপনার অ্যানড্রয়েড ফোনের কিউ আর লিঙ্ক স্ক্যান করুন।

আপনার আইফোনের মডেল বেছে নিন।

iosপছন্দের মিডিয়া ফাইল যেগুলো ট্রান্সফার করতে চাইছেন সেগুলো সিলেক্ট করুন। তারপর Continue বাটনে প্রেস করুন।

প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ‘iMessage’ ডিজেবল করতে ‘Go to Settings’ অপশনে ট্যাপ করুন৷

আইক্লাউড ডেটার কপি করতে ‘Start request’ অপশনে ক্লিক করুন।

সম্পন্ন হওয়ার পর অ্যাপটি বন্ধ করুন।

স্যুইচ টু অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহার করার জন্য আইফোনে আইওএস ১২ অপারেটিং সিস্টেম বা লেটেস্ট ইউজার ইন্টারফেস থাকতে হবে। সেই সঙ্গে আইফোনের একাধিক সিস্টেম অপশন এনাবেল রাখতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর