শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রযুক্তি

শাওমির এই ট্যাব পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

XIAOMI TAB
XIAOMI TAB

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন ট্যাব আনল। মডেল শাওমি প্যাড ৬ ম্যাক্স। এতে ৬ ইঞ্চির ২.৮ কে রেজুলেশনের এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ট্যাবটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ প্রসেসর রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু চমকপ্রদ ফিচার দেওয়া হয়েছে ট্যাবটিতে। জানুন বিস্তারিত। 

সম্প্রতি শাওমি চীনে এক মেগা ইভেন্টে বাজারে হাজির করে প্যাড ৬ মডেলের ট্যাব। এই সময় প্রতিষ্ঠানটি ব্যান্ড ৮ প্রো মডেলও উন্মোচন করে। 


বিজ্ঞাপন


TAB

শাওমি প্যাড ৬ ম্যাক্স তিনটি ভার্সনে পাওয়া যাবে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম চীনে ৩৭৯৯ ইয়েন। ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৯৯৯ ইয়েন। এছাড়াও হাইএন্ড ভার্সনে পাবন ১৬ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ। যার দাম ৪৭৯৯ ইয়েন। 

শাওমির এই ট্যাবটি কালো এবং সিলভার রঙে কিনতে পারবেন। 

TAB


বিজ্ঞাপন


অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক মিআইইউআই অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে রয়েছে ১৪ ইঞ্চির বড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে ২.৮ রেজুলেশন মিলবে। এই এলসিডি ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এই ডিসপ্লেতে কি-বোর্ড এবং স্টাইলাস পেন সার্পোট করে। 

শাওমির এই প্যাডে ৮টি স্পিকার দেওয়া হয়েছে। যা ডলবি অটোমস সাপোর্ট করে। ব্যাকআপের জন্য ট্যাবটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ দেওয়ার জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে। ট্যাবটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। কেননা, ডিভাইসটি ৩৩ ওয়াট রিভার্স চার্জ সাপোর্ট করে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর