সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ঢাকা

স্মার্টফোন ব্যাটারির এমএআইচ (mAh) আসলে কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

স্মার্টফোন ব্যাটারির এমএআইচ (mAh) আসলে কী?

স্মার্টফোন বর্তমানে প্রায় সকলেরই সর্বক্ষণের সঙ্গী। গ্যাজেট প্রেমীরা সবসময়েই ভালো স্মার্টফোনের খোঁজে থাকেন। বাজারে নতুন ফোন লঞ্চ করলে কিনুন বা না কিনুন, তা নিয়ে চর্চা থাকে। একটা স্মার্টফোন কিনতে গেলে ক্রেতাদের কয়েকটি জিনিসের বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত। যেমন ফোনের স্টোরেজ কেমন, কী প্রসেসর রয়েছে, ক্যামেরা ফিচার্স, ডিসপ্লে কোয়ালিটি ও আরও অনেক কিছু। তবে এইসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফোনের ব্যাটারি। যাদের কাজের জন্য নিয়মিত প্রচুর পরিমাণে স্মার্টফোনের ব্যবহার হয়, তাদের ক্ষেত্রে যে ফোনে অনেকক্ষণ চার্জ থাকবে বা ব্যাটারি লাইফ বজায় থাকবে, সোজা বাংলায় যে ফোন কম চার্জে বেশিক্ষণ চালু থাকবে সেটাই ভাল হবে। 

স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি। ব্যাটারির ক্যাপাসিটি  এমএএইচ বলতে বোঝায় মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। ব্যাটারির এনার্জি ক্যাপাসিটি মাপার ইউনিট এটি। অর্থাৎ একটি ব্যাটারিতে কত এনার্জি স্টোর করা সম্ভব সেটা বোঝা যায়। এর পাশাপাশি ওই ব্যাটারিতে চার্জ থাকলে তা কতক্ষণ চালু থাকবে বা ডিভাইসকে অন রাখবে সেটাও বোঝা যাবে। 


বিজ্ঞাপন


mahফোনে কত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকা ভালো?

৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোন থাকলেই যথেষ্ট। কেননা, এই পরিমান ব্যাটারি থাকলে ফোন একবার চার্জ দিলে  প্রায় দুই দিন চালু থাকবে। তবে সেক্ষেত্রে নেট সার্ফিং, ইমেল দেখা এইসব সাধারণ কাজ করতে হবে। যদি আপনি গান শোনেন, ভিডিও দেখেন তাহলে চার্জ তাড়াতাড়ি শেষ হবে। সেক্ষেত্রে বেশিবার চার্জ দিতে হবে। অর্থাৎ স্মার্টফোনে সাধারণ কাজকর্ম করলে ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন একবার ফুল চার্জ দিলে প্রায় ২ দিন চালু থাকবে। অন্যদিকে ইউজার যত বেশি গান শোয়া, গেম খেলা, সিনেমা-ভিডিও দেখা ইত্যাদি কাজ করবেন, ফোনের চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে। সেক্ষেত্রে বেশিবার চার্জ দেওয়া প্রয়োজন। নাহলে ফোন বন্ধ হয়ে যাবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর