সময়ের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। নানা পরিষেবা হচ্ছে ডিজিটাল। এক্ষেত্রে সুবিধা যেমন আছে, তেমনি আছে ঝুঁকিও। সঠিকভাবে ব্যবহার না করলে ডিজিটাল দুনিয়ায় ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেকেই ডিজিটাল মাধ্যম সম্পর্কে পুরোপুরি জানেন না। ফলে অরক্ষিত থেকে যায় তাদের ব্যক্তিগত তথ্য।
যেকোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া এক ধরনের ঝুঁকি। তাই এমন ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায় তা জানা জরুরি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন

ইন্টারনেট সম্পর্কে জ্ঞান
ইন্টারনেট সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। এর মাধ্যমে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তা আগে থেকে জানতে হবে। এসম্পর্কে জ্ঞান না থাকায় অসংখ্য তরুণ-তরুণী বিপদে পড়েন। ইন্টারনেটে যদি কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ কারও সাহায্য নিন।
বন্ধু নির্বাচন
বিজ্ঞাপন
অনলাইনে নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ করেন অনেকেই। কিন্তু এই বন্ধুদের মধ্যে এমন কেউ থাকতে পারেন যিনি পরবর্তীতে ক্ষতির কারণ হতে পারে। তাই অনলাইনে অপরিচিত কারো সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন থাকুন। ঠিকমতো না জেনে কাউকে বন্ধু বানাবেন না।

সতর্ক হোন
ডিজিটাল মাধ্যমে তথ্য সুরক্ষিত রাখতে অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ারের বিষয়ে সতর্ক হোন। অজ্ঞতার কারণে অনেকে তাদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে ফেলেন। পরবর্তীতে যা বড় বিপদের কারণ হতে পারে। ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকুন।
ব্যক্তিগত তথ্যযুক্ত ছবি
বিনা প্রয়োজনে কোথাও জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর ছবি আপলোড করবেন না। এসব ছবিতে ব্যক্তিগত তথ্য উল্লেখ থাকে। এমন ডকুমেন্ট কোথাও সংরক্ষণ করলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।

শক্তিশালী পাসওয়ার্ড
তথ্য সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি। অনেকে নাম বা মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। এগুলো খুব দ্রুত হ্যাক হওয়ার আশঙ্কা থাকে। পাসওয়ার্ড যেন শক্তিশালী ও আনকমন হয় সেদিকে খেয়াল রাখুন। সম্ভব হলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু রাখুন। এতে অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
কেনাকাটায় সতর্ক
অনেকেই বর্তমানে সময় বাঁচাতে অনলাইনে কেনাকাটা করেন। এক্ষেত্রে পরিচিত ও স্বীকৃত মাধ্যম বেছে নিন। অপরিচিত জায়গায় ব্যক্তিগত তথ্য না দেওয়াই ভালো।

অনলাইন ফিশিং
অনেকেই ফিশিং-এর পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতি এড়াতে ইমেইল কিংবা মেসেজে পাওয়া অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না। কোনো ধরনের প্রলোভনেও পড়বেন না। উপহার, অর্থের লোভ দেখানো বেশিরভাগ লিংকই ফিশিং এর হয়ে থাকে। এগুলো থেকে সাবধান থাকবেন।
এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার
ম্যালওয়ার/র্যনসমওয়ার জাতীয় ক্ষতি থেকে বাঁচতে নিয়মিত তথ্য সংরক্ষণ (ডাটা ব্যাক-আপ) করুন। এর পাশাপাশি ডিভাইস সুরক্ষিত রাখতে ব্যবহার করুন আপডেটেড এন্টিভাইরাস সফটওয়্যার।

ডাউনলোডে সতর্ক
নানা প্রয়োজনে আমরা ফাইল, তথ্য বা আপডেট ডাউনলোড করি। এক্ষেত্রে কোথায় থেকে ডাউনলোড করছেন সেদিকে খেয়াল রাখুন। উৎস নির্ভরযোগ্য না হলে সেখান থেকে কিছু ডাউনলোড করবেন না।
ডিজিটাল মাধ্যম আমাদের জীবনযাপনকে আরও সহজ করে তুলেছে। তবে নিজের ভুলে এ মাধ্যমটিতে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। যার ফলে বিপদে পড়তে পারেন আপনি। তাই সতর্ক থাকুন সর্বক্ষণ।
এনএম

