শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

 কম্পিউটার: ডেস্কটপ না ল্যাপটপ কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

 কম্পিউটার: ডেস্কটপ না ল্যাপটপ কিনবেন?

কম্পিউটার সাধারণত দুই ধরনের। একটা ডেস্কটপ অন্যটা ল্যাপটপ। এই দুই কম্পিউটারের মধ্য থেকে কোনটা কিনবেন তা অনেকেই ঠিক করতে পারেন না। বর্তমানে ল্যাপটপের জনপ্রিয়তা বেড়েছে অনেক। কারণ এটি ব্যবহারে অনেক সুবিধা রয়েছে। 

এই প্রতিবেদন পড়ে আপনি জানতে পারবেন ডেস্কটপ না ল্যাপটপ কিনবেন? আরও জানতে পারবেন ডেস্কটপ কম্পিউটারের লাভ কী কী এবং ল্যাপটপের কী কী লাভ রয়েছে। এছাড়াও ল্যাপটপ ও কম্পিউটারের সুবিধা এবং অসুবিধাগুলোও জানতে পারবেন- 


বিজ্ঞাপন


ডেস্কটপ কম্পিউটার কী? 

ডেস্কটপ কম্পিউটার হলো এক রকমের ডিভাইস (Device) যেটা বিভিন্ন ডিজিটালাইজড ডেটার মাধ্যমে ইনফরমেশন গ্রহণ করে বিভিন্ন প্রোগ্রাম, সফটওয়্যার বা প্রসেস ব্যবহার করে আমাদের সমাধান দেয়।

desktop

একটি ডেস্কটপ কম্পিউটার সম্পূর্ণভাবে কাজ করার জন্য, বিভিন্ন অংশের প্রয়োজন। এই অংশগুলোকে এক্সটার্নাল হার্ডওয়্যার এবং ইন্টারর্নাল হার্ডওয়্যার বলে। এই হার্ডওয়্যার পার্টসগুলো ল্যাপটপেও পাওয়া যায়। ল্যাপটপের ক্ষেত্রে সবটাই একসঙ্গে লাগানো থাকে।


বিজ্ঞাপন


এজন্য ল্যাপটপের ক্ষেত্রে অধিক জায়গার প্রয়োজন নেই। কিন্তু, ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে, সব হার্ডওয়্যারগুলো আলাদাভাবে সিপিইউ ক্যাবিনেটের ভেতরে থাকে। এছাড়া ডিসপ্লে পাওয়ার জন্য মনিটর স্ক্রিনও আলাদা ভাবেই থাকবে। তাই আপনার অধিক জায়গার প্রয়োজন হবে এবং যেকোনো একটি জায়গায় স্থায়ীভাবে রাখতে হবে এই ধরণের ডেস্কটপ পিসি।

সাধারণত, ডেস্কটপ কম্পিউটার রাখার জন্য আপনার একটি টেবিল বা ডেস্কের প্রয়োজন হবে। এজন্য এই ধরণের পার্সোনাল কম্পিউটারগুলোকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়। গেমিং এর জন্য গেমাররা বেশিরভাগ ডেস্কটপ পিসি ব্যবহার করেন। এছাড়া, অফিসে এই ধরণের কম্পিউটার অধিক ব্যবহার করা হয়।

laptop

ল্যাপটপ মানে কী? 

ল্যাপটপ (laptop) বা ল্যাপটপ কম্পিউটার এমন এক পোর্টাবেল কম্পিউটার ডিভাইস যা সম্পূর্ণভাবে ডেস্কটপ কম্পিউটারের মতোই কাজ করে। এটিও একটি পার্সোনাল কম্পিউটার বা পিসি যেগুলোকে অনেকক্ষেত্রে নোটবুক পিসি বলা হয়। 

ল্যাপটপের ক্ষেত্রে, এর সব ধরণের হার্ডওয়্যার পার্টস একসাথে লাগানো থাকে। অর্থাৎ, ডিসপ্লে দেখার জন্য এলসিডি স্ক্রিন, কিবোর্ড, মাউস বোর্ড ও ব্যাটারি সবই একসঙ্গে থাকে। ফলে, আপনি আপনার ল্যাপটপ পিসি যেকোনো জায়গায় নিয়ে গিয়ে সহজে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের জন্য আপনার অধিক জায়গার প্রয়োজন হবে না।

ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপের স্ক্রিন সাইজ তুলনামূলক ছোট হয়। তাই এটি সহজে বহন করা যায়। 

desktop

ডেস্কটপ কম্পিউটারের সুবিধা কী কী?

১. যেকোনো সময়ে হার্ডওয়্যার আপগ্রেড করার সুবিধা 

ডেস্কটপ পিসির সব থেকে লাভজনক বিষয়টি হলো এখানে সহজে আপগ্রেড সম্ভব। যেকোনো সময় আপনি কম্পিউটারের যেকোনো অংশ বা হার্ডওয়্যার পরিবর্তন করে বা যোগ করে আরও উন্নত হার্ডওয়্যার লাগিয়ে নিতে পারবেন। যেমন, আপনি চাইলে অনেক সহজে বাজার থেকে হার্ড ডিস্ক কিনে এনে, নিজের কম্পিউটারের স্টোরেজ স্পেস অধিক পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন। এভাবেই, র‍্যাম বৃদ্ধি করা, উন্নত মানের প্রসেসর লাগানো বা ভালো মানের মনিটর স্ক্রিন লাগানো, গ্রাফিক্স কার্ড লাগানো, সবটাই আপনি সময়ে সময়ে নিজের হিসেবে লাগিয়ে ও বাড়িয়ে নিতে পারবেন।

২. বড় মানের ডিসপ্লে স্ক্রিন

ডেস্কটপ পিসি ব্যবহার করলে অধিক বড় মানের ডিসপ্লে স্ক্রিন ব্যবহার করতে পারবেন। বিশেষভাবে, গেম খেলার জন্য গেমাররা এবং ভিডিও এডিটিং এর কাজ করার জন্য বা অন্য বিভিন্ন উদ্দেশ্যে মানুষ একটি বড় ২২ ইঞ্চি বা তার থেকেও বেশি বড় LCD / LED monitor screen ব্যবহার করার কথা ভাবেন।

৩. সাশ্রয়ী 

ডেস্কটপ কম্পিউটার পিসি, ল্যাপটপ বা ট্যাবলেটের তুলনায় অনেক কম টাকা খরচ করেই কিনে নিতে পারবেন। আপনি যেই হার্ডওয়্যার কনফিগারেশনের ল্যাপটপ ৪০ হাজার টাকায় পাবেন, সেই একই হার্ডওয়্যার কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার প্রায় ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকার ভেতরেই কিনে নিতে পারবেন।

desktop

৪. প্রয়োজন অনুযায়ী তৈরি 

আপনার বাজেট এবং প্রয়োজন হিসেবে হার্ডওয়্যার একত্রিত করে একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি করা সম্ভব। ফলে, যেসব জিনিস বা হার্ডওয়্যার এর আপনার প্রয়োজন নেই, সেগুলোতে অপ্রয়োজনীয় টাকা খরচ করার প্রয়োজন হয় না।

আপনি যদি অফিসিয়াল কাজের জন্য কম্পিউটার কেনার কথা ভাবেন, অর্থাৎ সাধারণ কাজ করা, ইন্টারনেট ব্যবহার করা, সিনেমা দেখা এই ধরণের কাজ করবেন বলে ভাবছেন, তাহলে আপনার অধিক শক্তিশালী processor, RAM, Storage device বা graphics card লাগানোর কোনো প্রয়োজন নেই।

আপনি সোজা, নিজের প্রয়োজন হিসেবে processor, RAM, Storage space বা graphics card সহ কম্পিউটার সেট তৈরি করে প্রচুর টাকা বাঁচিয়ে নিতে পারবেন।

একটি ডেস্কটপ পিসি তৈরি করার সময় আপনি সম্পূর্ণভাবে নিজের প্রয়োজন হিসেবে হার্ডওয়্যার লাগিয়ে নিতে পারবেন। কিন্তু, ল্যাপটপের ক্ষেত্রে এটা অসম্ভব।

laptop

ল্যাপটপের সুবিধা কী কী? 

১. বহনে সুবিধা 

যদি আপনি যেকোনো জায়গা থেকে নিজের কাজ করতে চান, তাহলে ল্যাপটপ আপনার জন্য অনেক কাজের। ল্যাপটপ অনেক সহজে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন।

২. ব্যাকআপের জন্য ব্যাটারি 

আপনারা অবশই জানেন, যেকোনো ল্যাপটপে ব্যাটারি অবশই থাকে এবং সেই ব্যাটারির সাহায্যে, বিদ্যুৎ ছাড়াই আপনারা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। একটি ল্যাপটপের এটাই এক অনেক গুরুত্বপূর্ণ সুবিধা ও লাভ। ল্যাপটপের ভেতরে থাকা ব্যাটারি চার্জে দিয়েও ল্যাপটপ ব্যবহার করা যায়।

ব্যাটারি চার্জ হয়ে গেলে, প্রায় ৬ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ ছাড়াই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। আলাদা আলাদা ল্যাপটপের আলাদা আলাদা ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা থাকে।

laptop

৩. দেখতে সুন্দর ও হালকা 

ল্যাপটপের অধিক প্রচলনের বা জনপ্রিয়তার কারণ হলো, ল্যাপটপ গুলি দেখতে অনেক সুন্দর হয় এবং অনেক হালকা হয়।

৪. শক্তিশালী 

আজকাল প্রায় প্রত্যেক ল্যাপটপ বা ল্যাপটপের মডেলগুলো অনেক শক্তিশালী হয়। ফলে, যেকোনো কাজ আপনারা অনেক সহজে এবং অসুবিধে ছাড়া করতে পারবেন।

এবার আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক করে ফেলুন কী কিনবেন, ডেস্কটপ কম্পিউটার নাকি ল্যাপটপ? 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর