শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না বোঝার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না বোঝার উপায়

আপনার গুগল অ্যাকাউন্ট মনিটর করলে বুঝতে পারবেন, অন্য কেউ তার ব্যবহার করছে কি না। পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখারও সুযোগ রয়েছে।
 
অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষা

ডিজিটাল যুগে  একটি অনলাইন অ্যাকাউন্ট মানে অজস্র ব্যক্তিগত তথ্যের ভান্ডার। ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যক্তিগত ফাইল, ছবি, ভিডিওসহ একাধিক তথ্য জমা রয়েছে এই অনলাইন অ্যাকাউন্টে।


বিজ্ঞাপন


আর যেহেতু প্রত্যেক অ্যানড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লিংক করতে হয় তাই অত্যন্ত জরুরি অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখা। আপনার যদি কোনও কারণে সন্দেহ হয় যে অ্যাকাউন্টের উপর তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হয়েছে তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার যাতে না হয় তার জন্য অ্যাকাউন্ট মনিটর করার সুবিধা চালু রেখেছে গুগল। এখানে গিয়ে অ্যাকাউন্টের ডেটা নিরাপদ রাখার সুযোগও পাবেন। চলুন তাহলে জানা যাক নিজের গুগল অ্যাকাউন্ট কী ভাবে সুরক্ষিত রাখবেন?

প্রথমে অ্যানড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান এবং নিচের দিকে স্ক্রল করে গুগল অপশন ট্যাপ করুন।
এবার গুগল অপশনে ট্যাপ করে 'Manage your Google account' অপশনে ক্লিক করুন।
তারপর সোয়াইপ করে সিকিউরিটি সেকশনে ট্যাপ করুন।
নিচে স্ক্রল করে 'Manage all devices' অপশনে ক্লিক করুন।

এই অপশনে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন ডিভাইস লগ ইন আছে তা দেখা যাবে।
এখানে আপনার যদি কোনও ডিভাইস সন্দেহজনক বা অপরিচিত মনে হয় তাহলে ওই ডিভাইসে ক্লিক করুন।


বিজ্ঞাপন


পরবর্তী ধাপে একটি 'Sign out' অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এই ভাবে যে যে ডিভাইস আপনার সন্দেহজনক মনে হবে সেখানে ক্লিক করে সাইন আউট করতে পারেন।

googleব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য

গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর জন্য ২ স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে পারেন। এটির সুবিধা হল আপনি যে কোনও ডিভাইসেই পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন থার্ড পার্টি অ্যাপের কানেকশন রয়েছে তাও জানতে পারবেন। এর জন্য ক্লিক করতে হবে ম্যানেজ অল ডিভাইস-এর নিচে 'See all Connection' অপশনে।

গুগল পাসকি

নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন পাসকি সিস্টেম নিয়ে এসেছে গুগল। যেখানে পাসওয়ার্ডের ব্যবহার করতে হয় না। বায়োমেট্রিক বা পিন সেট আপ করেই সমস্ত ওয়েবসাইটে লগ ইন করা যাবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টেই এই অপশন পাবেন। যেখানে ট্যাপ করে পাসকিস সেটআপ করতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর