শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলিং ফ্যান চালানোর বিদ্যুৎ খরচ কেমন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

সিলিং ফ্যান চালানোর বিদ্যুৎ খরচ কেমন?

সিলিং ফ্যান বহুল ব্যবহৃত ইলেকট্রোানিক যন্ত্র। প্রায় প্রতিটি বাড়িতে এই ফ্যান রয়েছে। তীব্র গরমের থেকে রেহাই পেতে এই বাসা-বাড়িতে সিলিং ফ্যান লাগানো হয়।

সিলিং ফ্যান এসি-কুলারের তুলনায় অনেক সস্তায় পাওয়া যায় এবং কম খরচে সারাদিন বাতাস দেয়। কিন্তু অনেকেই জানেন না যে, নিজেদের বাড়িতে লাগানো সিলিং ফ্যান, এক মাসে কতটা বিদ্যুৎ খরচ করে।


বিজ্ঞাপন


fanমানুষ তাদের চাহিদা অনুযায়ী বাড়িতে সিলিং ফ্যান লাগায়। ঘরটি বড় হলে দুইটি সিলিং ফ্যানেরও প্রয়োজন হয়। এমন অবস্থায় অনেকেই জানেন না যে, সিলিং ফ্যান চালিয়ে এক মাসে বিদ্যুৎ বিল কত বাড়তে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।

পাওয়ার অনুযায়ী বিদ্যুৎ খরচ

অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মতো, একটি সিলিং ফ্যানও তার শক্তি অনুযায়ী বিদ্যুৎ খরচ করে। সিলিং ফ্যান একটানা অনেক ঘন্টা ধরে চলে। তাই কোম্পানিগুলি বেশি পাওয়ার যুক্ত ফ্যান তৈরি করে থাকে।

fanসিলিং ফ্যান কত ওয়াটের হয়?


বিজ্ঞাপন


সাধারণত সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াটের হয়। এর চেয়ে কম বেশিও হতে পারে। ফ্যানের আকার, ডিজাইন, পাখার সাইজের ওপর ওয়াট নির্ভর করে। 

সিলিং ফ্যানের বিদ্যুৎ খরচ কেমন?

আমরা যদি ধরে নিই, কারও ঘরে লাগানো সিলিং ফ্যান ৭০ ওয়াটের, তাহলে এটি এক ঘন্টায় ৭০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। মানে কেউ যদি এটি ১০ ঘন্টা চালায়, তবে এটি ১০ ঘন্টার মধ্যে ১০X৭০ = ৭০০ ওয়াট শক্তি খরচ করবে। আমরা যদি ইউনিটের দিকে তাকাই, তাহলে ১০ ঘন্টায় ০.৭কিলোওয়াট আওয়ার (কিলোওয়াট/ ঘন্টা) ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

fanসিলিং ফ্যানের এক মাসের বিদ্যুৎ বিল কত?

বিদ্যুতের রেট প্রতি ইউনিট ৭.৫০ টাকা হলে, সেই অনুযায়ী দিনে ১০ ঘন্টা সিলিং ফ্যান চালাতে ০.৭কিলোওয়াট আওয়ার X ৭.৫০ = ৫.২৫ টাকা খরচ হবে প্রতিদিন। 

যদি এক মাসের হিসাব দেখা যায়, তাহলে ৩০ দিন সিলিং ফ্যান চালাতে খরচ হবে ১৫৭.৫ টাকা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর