আইকিউওও চীনে ভিভোর একটি সাব ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি চমকপ্রদ ফিচারের একটি ফোন এনেছে। মডেল আইকিউওও নিও ৭ প্রো। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এই ফোন মাত্র ৮ মিনিটে অর্ধেক চার্জ হবে।
গেমারদের জন্য তো এই ফোনে অজস্র সুবিধা থাকছেই পাশাপাশি যারা মাল্টি টাস্কিং এবং ক্যামেরা বেশি ব্যবহার করতে চান তারাও খুব একটা নিরাশ হবে না এই ফোনের ওপর।
বিজ্ঞাপন
এই স্মার্টফোনে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ও১ প্রসেসরে। যা অবশ্যই বড় চমক। কারণ এটি একটি ফ্ল্যাগশিপ চিপসেট, এই প্রসেসর আপনাকে স্মার্টফোনে ভারী লোড নিয়ে ব্যবহার করতে সাহায্য করবে। এছাড়া মিলবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং।
আইকিউওও দাবি করছে, মাত্র ৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে। ফুল চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিটের কম। গেমারদের জন্য এই ফোনে থাকছে মোশন কন্ট্রোল এবং আলাদা একটি গেমিং চিপ। এই মোশন কন্ট্রোল থাকার ফলে ফোনের মুভমেন্ট অনুভব করতে পারবেন গেমাররা।
স্মার্টফোনে ডিসপ্লে মিলবে ৬.৭ ইঞ্চির অ্যামোলিড প্যানেল, সঙ্গে ফুল এইচডি রেজুলেশন। বর্তমানে একটি ফোনে মানুষের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকে তার ক্যামেরায়। সেই কথা মাথায় রেখেই হয়ত এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দিতে চলেছে আইকিউওও।
সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনের অন্যান্য মূল ফিচার্সের মধ্যে রয়েছে ৫জি, কানেক্টিভিটি, অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট।
বিজ্ঞাপন
এই স্মার্টফোনে ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনটির দাম এখনো জানা যায়নি।
এজেড

