বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

টেনিস ইতিহাসে নতুন রেকর্ড জকোভিচের  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

টেনিস ইতিহাসে নতুন রেকর্ড জকোভিচের  

টেনিস কোর্টের জীবন্ত কিংবদন্তি সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ। এবার এক অভূতপূর্ব অর্জন করেছেন এই টেনিস তারকা। আগে সাবেক টেনিস তারকা স্টেফি গ্রাফের ৩৭৭ সপ্তাহ শীর্ষস্থানে থাকার রেকর্ড স্পর্শ করেছিলেন। এবার সেই সাবেক গ্রাফকে পিছনে ফেলে ৩৭৮ সপ্তাহ শীর্ষস্থানে থাকার নতুন রেকর্ড গড়েছেন।

বর্তমানে ২২টি গ্র্যান্ড স্লামের মালিক ৩৭৮ সপ্তাহ ধরে শীর্ষস্থানে জায়গা ধরে রেখেছেন। তাই তার এই নৈপুণ্যকে ‘স্বপ্নের’ মতো বলেছেন জকোভিচ। নিজেকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে চান জকোভিচ। সার্বিয়ান এই তারকা এই নিয়ে বলেন, ‘আমি এখনো অনেক কিছু অর্জন করতে চাই।’


বিজ্ঞাপন


জানুয়ারিতে ক্যারিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের পর প্রথমবারের মতো দুইবায়ে খেলতে যান। সেখানে গণমাধ্যমে জকোভিচ জানান, ‘আমি আরও অনেক কিছু অর্জন করতে চাই। আমি নিজের লক্ষ্যের দিকে সবসময় দৌঁড়াই। অন্য সবার মতো টেনিসের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এত দীর্ঘ সময় ধরে নাম্বার ওয়ান পজিশন ধরে রাখা মোটেই সহজ কাজ নয়। টেনিসের অন্যতম সেরা একজন তারকা স্টেফি গ্রাফকে স্পর্শ করা আমার জন্য বিশেষ এক অর্জন। আমি সত্যিই দারুণ গর্বিত।’

চলতি মৌসুমে এখন পর্যন্ত টানা ১২ ম্যাচ অপরাজিত আছেন টেনিস কোর্টের এই রাজা। কিন্তু অস্ট্রলিয়ায় খেলার সময় পায়ের গোড়ালির আঘাত পেয়েছিলেন সার্বিয়ান এই তারকা। তবে গত এক সপ্তাহ থেকে ব্যথামুক্ত আছেন বলে জানান তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর