শুক্রবার, ১০ মে, ২০২৪, ঢাকা

উড়ন্ত নাদালকে হারিয়ে শিরোপা জিতলেন আমেরিকান তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

উড়ন্ত নাদালকে হারিয়ে শিরোপা জিতলেন আমেরিকান তারকা
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন রাফায়েল নাদাল। টানা ২০টি ম্যাচ ধরে অপরাজিত এই স্প্যানিশ তারকা। অবশেষে নাদালের জয়রথ থামল ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে। ২১তম ম্যাচে এসে ধাক্কা খেলেন সব চেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল। রীতিমত পাত্তাই পাননি রাফা, হেরেছেন সরাসরি সেটে। 

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে অপ্রতিরোধ্য নাদালকে একেবারে স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ উড়িয়ে দিলেন আমেরিকান টেলর ফ্রিটজ। প্রথম সেটে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি টেনিস বিশ্বের অন্যতম তারকা নাদাল। যেখানে প্রতিপক্ষকে সর্বদা হারিয়ে থাকেন দাপটের সঙ্গে। সেই নাদালের এক ভাগও দেখা যায়নি প্রথম সেটে।


বিজ্ঞাপন


স্প্যানিশ সুপারস্টার একেবারে উড়ে যান তরুণ ফ্রেটজের কাছে। প্রথম সেটে ৬-৩ গেমে হেরে যান রাফা।

দ্বিতীয় সেটে অবশ্য লড়াই করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় সেট ট্রাইবেকারে গিয়ে হারেন ২১টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা।

ম্যাচের পর নাদাল স্বীকারও করে নেন, ‘আমি গত সপ্তাহ থেকেই চোটের জেরে ভুগছিলাম। তবু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমার পক্ষে আর সম্ভব হয়নি। তবুও শেষ পর্যন্ত আমি লড়াই চালিয়ে গিয়েছি।’

ইন্ডিয়ান ওয়েলসের ২০০১ সালে আন্দ্রে আগাসির শিরোপা জয়ের ২১ বছর পর দ্বিতীয় আমেরিকান হিসেবে ইন্ডিয়ান ওয়েলস জিতেন ফ্রিটজ।


বিজ্ঞাপন


ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত এই আমেরিকান বলেন, ‘আমার ছেলেবেলার স্বপ্ন ছিল আমি নাদালকে হারাবো। কিন্তু সেই স্বপ্ন যে সত্যি হবে, তা আমি কল্পনাও করতে পারিনি।’ 

টেনিস জগতের জীবন্ত কিংবদন্তি নাদাল ম্যাচ শেষে ফ্রেটজের প্রশংসা করতে ভুলেননি। টেইলর ফ্রেটজের এই শিরোপা জয়ের মধ্যে দিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় এটিপি মাস্টার্স শিরোপা জিতলেন।

এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর