বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে কোন প্রতিপক্ষই তাকে থামাতে পারছে না। আজ মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে জয় পেয়েছেন জুকার। যুক্তরাষ্ট্রের টমি পলকে সরাসরি সেটে (৩-০) পরাজিত করে ফাইনালে উঠেছেন তিনি। 

২৫ বছর বয়সী পলকে ৭-৫,৬-১,৬-২ গেমে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতে জোকার খেলতে পারবেন কিনা তা নিয়ে অনেক শঙ্কা ছিল। সেই সঙ্গে ইনজুরিতে পুরো আসর খেললেও তা শেষ করতে পারবেন কিনা তা নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। অবশেষে সব কিছুকে পেছনে ফেলে চোট নিয়ে জয় করেছেন সমর্থকদের মন। 


বিজ্ঞাপন


সেমিফাইনালে প্রায় আড়াই ঘণ্টা লড়াই হল। যদিও পল শুধু প্রথম সেটেই কিছুটা লড়াই করলেন। বাকি দ্বিতীয় এবং তৃতীয় সেটে জোকোভিচের একচ্ছত্র দাপট। স্কোর লাইন থেকেই পরিস্কার প্রতিযোগিতার চতুর্থ বাছাইয়ের দাপট। ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াই খেললেন জোকোভিচ। প্রতিপক্ষকে খেলালেনও তিনি। তৃতীয় সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়ার পর একটা মরিয়া চেষ্টা করলেন টমি। জয়ের গন্ধ পেয়ে যাওয়া জোকোভিচের সামনে যে চেষ্টা দাম পেল না। গেমটা প্রতিপক্ষকেই খেলতে দিলেন আত্মবিশ্বাসী জোকোভিচ। সার্ভিস ভাঙার তেমন চেষ্টাও করলেন না। শক্তি জমিয়ে রাখলেন নিজের পরের সার্ভিস গেমের জন্য। পয়েন্ট, গেম, সেট, ম্যাচ— পর পর অনায়াসে জিতে নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়।

পরের দুই সেটে পাত্তায় পাননি টমি পল। ৬-২, ৬-১ গেম ব্যবধানে হেরেছেন দ্বিতীয় ও তৃতীয় সেট। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ গ্রিক তারকা স্টেফানোস সিতসিপাস। জোকোভিচ নামবেন কোর্টে নিজের ২২তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে। অপরদিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি থাকবে সিতসিপাসের সামনে। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর