শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফেদেরারের বিদায়ে ব্যথিত পুরো ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

ফেদেরারের বিদায়ে ব্যথিত পুরো ক্রীড়াঙ্গন

ক্রীড়াঙ্গনে আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সুইস তারকা রজার ফেদেরার। অবশেষে কোর্ট থেকে দীর্ঘ টেনিস ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তার বিদায়ে ব্যথিত পুরো ক্রীড়াঙ্গন। শুধু ক্রীড়া জগত নয় ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর বিদায় কোটি মানুষের মনে দাগ কেটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গতকাল রাত থেকেই ট্রেন্ডিংয়ে ফেদেরার। তার অশ্রুসিক্ত বিদায়ে কোটি ভক্তের সঙ্গে আবেগঘন হয়ে পড়েছেন ক্রিকেট,ফুটবলসহ সারা বিশ্বের আইকনিক তারকারা। 

ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা বিরাট কোহলি ফেদেরার ও নাদালের অশ্রুসিক্ত ছবি শেয়ার করে এক টুইট বার্তায় লেখেন, ' কে ভেবেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপেরের জন্য এতোটা অনুভব করেন। খেলাধুলার সৌন্দর্য আসলে এটিতেই প্রকাশ পায়। এটি আমার জন্য সবচেয়ে সুন্দর একটি ছবি। যখন তোমার প্রতিদ্বন্দ্বী তোমার জন্য কাঁদবে তখনই প্রমাণ হয় সৃষ্টিকর্তার দেওয়া গুণাবলি তুমি কাজে লাগাতে ফেরেছো।' 


বিজ্ঞাপন


২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলা ফেদেরার যে শত শত ভালো মুহূর্ত উপহার দিয়েছেন তাতে তার বিদায় কান্নাভেজা হবে সেটাই স্বাভাবিক।রাফায়েল নাদালের ও সুইস তারকার অশ্রুসিক্ত ভিডিও শেয়ার করে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক টুইট বার্তায় লেখেন, 'দারুণ একটি স্পোর্টিং মুহূর্ত, রজার ফেদেরারকে অনেক গুলো দারুণ উপলক্ষ এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়।' 

টিম ইউরোপের ফেদেরার-নাদাল জুটি হেরেছেন টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো-জ্যাক সকের কাছে। প্রথম সেট জিতলেও পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি টেনিসের দুই স্টার। ৪-৬, ৭-৬ (৭ /২), ১১-৯ গেমের লেভার কাপ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হলো রজারকে। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর