সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথমবারের মতো আইটিএফ একক শিরোপা জিতল ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

Ali Yazdani becomes first Iranian to win an ITF singles title
ইরানের আলী ইয়াজদানি।

আন্তর্জাতিক মঞ্চে ইরানি টেনিসের বছরের পর বছর ধরে চলা খরার অবসান ঘটল। আলী ইয়াজদানির হাত ধরে প্রথম আন্তর্জাতিক একক শিরোপা পেল ইরান। এম-১৫ তেহরানে আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) একক শিরোপাজয়ী প্রথম ইরানি হওয়ার সৌভাগ্যও লাভ করলেন ইয়াজদানি। 

রোববার তেহরানের এঙ্গেলাব স্পোর্টস কমপ্লেক্সে এক উজ্জ্বল বিকেলে দেশের নতুন প্রজন্মের টেনিস খেলোয়াড়দের অনুপ্রেরণা হয়ে থাকলেন ইয়াজদানি।


বিজ্ঞাপন


বিশ্বের ১৫০৭ নম্বর খেলোয়াড় ২১ বছর বয়সী ইয়াজদানি ৪৭৫ নম্বরে থাকা শীর্ষ বাছাই ভারতীয় করণ সিংকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে ঐতিহাসিক জয়লাভ করেছেন।

এর আগ পর্যন্ত কোনো ইরানি আইটিএফ বিশ্ব টেনিস ট্যুরে একক শিরোপা জয় করতে পারেনি। যদিও বেশ কয়েকটি হাত ছাড়া করেছে। আনুশা শাহঘোলি এবং হামিদরেজা নাদাফের মতো অভিজ্ঞরা সেমিফাইনালে পৌঁছেছিলেন। আর শাহিন খালেদান ২০১৮ সালে জর্জিয়ায় অনুষ্ঠিত আইটিএফ ফাইনালে রানার-আপ পর্যন্ত উঠতে পেরেছিলেন। সূত্র: মেহর নিউজ

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর