বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাশিয়ান,বেলারুশিয়ানদের নিষিদ্ধ করায় শাস্তির মুখে উইম্বলডন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২২, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

রাশিয়ান,বেলারুশিয়ানদের নিষিদ্ধ করায় শাস্তির মুখে উইম্বলডন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়েছে বহু আগেই। রাশিয়ার আক্রমণের  প্রতিবাদের অংশ হিসেবে গত এপ্রিলে রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের উইম্বলডনে নিষিদ্ধ করে  অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। এবার টুর্নামেন্ট শুরুর আগেই এমন সিদ্ধান্তের প্রতিবাদ করল বিশ্ব টেনিসের শীর্ষ দুই নিয়ন্ত্রক সংস্থা অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (এটিপি) ও উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। 

এটিপি এবং ডব্লুটি এ বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম থেকে পয়েন্ট সরিয়ে নিয়েছে। এ কারণে রজার ফেদেরার, রাফায়েল নাদাল কিংবা নোভাক জোকোভিচরা চ্যাম্পিয়ন হলেও কোনও পয়েন্ট পাবেন না। এই প্রতিযোগিতার জন্য টেনিসের বিশ্ব র‌্যাংকিংয়েও কোনও পরিবর্তন হবে না। যা উইম্বলডনের জন্য রীতিমতো অপমানের। 


বিজ্ঞাপন


এটিপি এবং ডব্লুটিএ এই দু’সংস্থার জানায়, ‘বিভিন্ন প্রতিযোগিতার জন্য আলাদা আলাদা নিয়ম হতে পারে না। খেলোয়াড়রা প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে। তা ছাড়া যুদ্ধের জন্য টেনিস খেলোয়াড়রা কোনও ভাবেই দায়ী নন। ’ 

‘উইম্বলডনের এই সিদ্ধান্ত এটিপির র‌্যাঙ্কিং চুক্তির পরিপন্থী। আর তাই আমরা অনন্যোপায় হয়ে ২০২২ উইম্বলডন থেকে র‌্যাঙ্কিং পয়েন্ট অপসারণের সিদ্ধান্ত নিচ্ছি।’

এটিপি-র এমন সিদ্ধান্ত নিয়ে উইম্বলডনের এক মুখপাত্র বলেছেন, ‘এই সিদ্ধান্তের প্রেক্ষিতে যে প্রভাব পড়ছে, তাতে আমরা খুবই হতাশ।’ 

জানা গেছে, পয়েন্ট না থাকায় অনেক টেনিস খেলোয়াড়ই আগ্রহ হারাচ্ছেন এ বারের উইম্বলডন নিয়ে।

ব্যাংকিংয়ে বিশ্বের দু’নম্বর পুরুষ খেলোয়াড় রাশিয়ার দানিল মেদভেদেভ বলেছেন, ‘আমাকে যদি খেলতেই না দেওয়া হয়, তা হলে আমি কোর্টে গিয়ে কী করব!’


বিজ্ঞাপন


এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর