শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৯ বছরের তরুণের কাছে হার মানলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২২, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

১৯ বছরের তরুণের কাছে হার মানলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা

স্প্যানিশ ক্ষুদে টেনিস তারকা কার্লোস আলকারাজের জয়রথ যেন থামছেই না। রাফায়েল নাদালকে হারানোর পর এবার ছাড় দিলেন না নোভাক জোকোভিচকেও। বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ৬-৭ (৫), ৭-৫ এবং ৭-৬ (৫) গেম ব্যবধানে হারিয়েছেন ১৯ বছরের এই তরুণ। 

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালের এই ম্যাচে সাড়ে তিন ঘণ্টার তুমুল লড়াই শেষে ইতিহাস গড়েন আলকারাজ। নাদাল ও জোকোভিচকে একই ক্লে কোর্টে হারানো একমাত্র টেনিস খেলোয়াড় এখন এই স্প্যানিশ তরুণ। নিজ দেশে ভক্তদের সামনে গড়েছেন এই কীর্তি।  


বিজ্ঞাপন


ম্যাচশেষে তিনি বলেন, ‘এটা উপভোগ করার মতো একটি খেলা ছিল। টেনশন থাকার পরও, সেমিফাইনাল হওয়ার পরও থার্ড সেট ট্রাইব্রেকারে ৭-৬! আমি এটা উপভোগ করেছি। শেষ পয়েন্ট পাওয়ার পরই আমি হাসতে পেরেছি।’

নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি আলকারাজ, ‘এটা একটা দারুণ অনুভূতি। আমি খুবই উত্তেজিত এই ধরণের ম্যাচ খেলতে পেরে, রাফাকে গতকাল হারাতে পেরে, আজ বিশ্বের ১ নম্বরকে হারাতে পেরে।’ 

রবিবার ফাইনালে আলাকারাজ মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেরেভের। সেই ম্যাচটি জিতলে আরও একবার রেকর্ডবুকে নাম লেখাবেন এই ক্ষুদে তারকা।   

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর