বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

হকিতে ওমানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৩, ০১:২৪ এএম

শেয়ার করুন:

হকিতে ওমানকে হারাল বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে জুনিয়র টাইগাররা।


বিজ্ঞাপন


বাংলাদেশকে প্রথম লিড এনে দেন তাসিন আলী। ম্যাচের ২২ মিনিটে গোল করেন তিনি। দুই মিনিট পরেই ব্যবধান ২-০ করেন জাহিদ হাসান। দুটিই ছিল ফিল্ড গোল।

তবে তাসিন ও জাহিদ গোল করলেও ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ জুনিয়র হকি দলের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি।

এর আগে উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। গ্রুপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার হবে ম্যাচটি।

১০ জাতির এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান রয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে অংশ নিচ্ছে।


বিজ্ঞাপন


এই প্রতিযোগিতায় ২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা। পরে স্থান নির্ধারণী ম্যাচেও তারা শুট আউটে জিতেছিল ৩-২ ব্যবধানে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর