বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

হকি ফ্র্যাঞ্চাইজি লিগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সাকিব 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

হকি ফ্র্যাঞ্চাইজি লিগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সাকিব 

বাংলাদেশের হকি প্রবেশ করতে চলেছে নতুন যুগে। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হবে ফ্র্যাঞ্চাইজ হকি লিগ। আজ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে বাংলাদেশ হকি ফেডারেশন। হকির এই বিশেষ দিনের রঙ আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

আসন্ন এই টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাতেও আগ্রহী তারা।   
 
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিই'র আনুষ্ঠানিক চুক্তি হবে। সেখানে উপস্থিত হয়েছেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরাও। অনেকটা ক্রিকেটের বিপিএলের আদলেই আয়োজিত হবে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে মিলনমেলা ঘটেছে বাংলাদেশের হকির সাবেক তারকাদের। উপস্থিত হয়েছেন আব্দুস সাদেক, প্রতাপ শঙ্কর হাজরার মতো কিংবদন্তিরা। তাদের পরবর্তী প্রজন্মের আবু জাফর তপন, রফিকুল ইসলাম কামালরাও হাজির হয়েছেন হকির এই উৎসবে।

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর