শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

শিরোপার লড়াইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

শিরোপার লড়াইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত হয়েছিল আরো আগেই। আজ ফাইনালে বাংলাদেশকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে ওমান। কিছুদিন আগে এএইচএফ কাপে বাংলাদেশ ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। টাইগারদের হারিয়ে  সেই প্রতিশোধটাই নিল ওমান। 

আট বছর আগে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ৬-১ গোলে ওমানকে হারিয়েছিল। আজ থাইল্যান্ডের ব্যাংককে ৬ গোল দিয়ে সেই প্রতিশোধও তুলে নিল ওমান। 


বিজ্ঞাপন


ম্যাচের প্রথম কোয়ার্টারের তিন মিনিটে পেনাল্টি কর্নার থেকে আল শাব্বি আম্মার ওমানকে ১-০ গোলের লিড এনে দেন। চার মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন আল ফাহাদ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ওমান নেয় ৩-০ গোলের লিড। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় আশরাফুল ইসলামরা।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটেই অমানের চতুর্থ গোলটি করেন আল কাসমি আসাদ মোবারক। চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন আশরাফুল ইসলাম। 

ম্যাচ শেষ হওয়ার আগের মিনিট আল শিবলি আসামা ফিল্ড গোল করলে ৬-১ গোলের ব্যবধান হয়। বাংলাদেশের হয়ে ফজলে রাব্বি শেষ মিনিটে ফিল্ড গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ৬-২ হয়।  

ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপে বাংলাদেশ ওমানকে হারিয়ে ছিল টাইব্রেকারে। আর আজ থাইল্যান্ডে বাংলাদেশকে ওমান বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইয়ের শিরোপা জিতেছে। 


বিজ্ঞাপন


এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর