শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

একটি সোনাও জিততে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২২, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

একটি সোনাও জিততে পারেনি বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

ইরাকে সোলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ তে আজ তিনটি সোনা জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। চারটি ইভেন্টের ফাইনালে উঠলেও বাংলাদেশের আর্চাররা একটি স্বর্ণপদকও জিততে পারেননি। শেষ পর্যন্ত চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ নিয়েই সন্তোষ্ট থাকতে হয় বাংলাদেশের আর্চারদের।  

আজ প্রতিযোগিতার শেষ দিনে তিনটি ইভেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। বাংলাদেশের শেষ ভরসার নাম ছিলেন দেশসেরা আর্চার রোমান সানা। দলীয় ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও ব্যর্থ হয়েছেন তিনি। স্বর্ণপদক জয়ের হাতছানি ছিল সানার সামনে। কিন্তু ভারতের মৃনাল চৌহানের কাছে তিনি হারেন ৬-২ সেট পয়েন্টে।


বিজ্ঞাপন


পুরুষদের রিকার্ভ দলগত বিভাগে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হেরে রৌপ্য পদক পেয়েছে। মেয়েদের রিকার্ভ দলগত বিভাগের ফাইনালে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়রা ৫-৪ সেট পয়েন্টে হেরেছে ভারতের বিপক্ষে।

এবারের এশিয়া কাপের আসরে বাংলাদেশকে রৌপ্য ও ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরতে হচ্ছে।  

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর