মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসির সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তি কেমন হবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১১:২৩ এএম

শেয়ার করুন:

মেসির সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তি কেমন হবে?

আল হিলাল-বার্সেলোনা-ইন্টার মিয়ামি, কোন ক্লাবে যাবেন লিওনেল মেসি এ জল্পনা-কল্পনার অবসান হয়েছে বুধবার রাতে। আল হিলালের বিশাল অর্থের প্রস্তাব আর নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার তীব্র আকাঙ্খা, সব কিছু ভুলে আর্জেন্টাইন অধিনায়ক নিশ্চিত করেছেন তার পরবর্তী গন্তব্য। সবাইকে অবাক করে দিয়ে মেজর লিগ সকারেই পাড়ি জমাচ্ছেন মেসি, খেলবেন ইন্টার মিয়ামির হয়েই।

এদিকে বুধবার রাতে আলবিসেলেস্তে অধিনায়কের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ দিনের জল্পনা কল্পনা, বিতর্ক, গুঞ্জন আর গুজবের অবসান অবসান হয়েছে। আল হিলাল আর বার্সেলোনার পাশাপাশি আরও কিছু ইউরোপিয়ান ক্লাব তাকে দলে নিতে চেয়েছিল এমনটাই জানিয়েছেন মেসি। তবে, বার্সায় না ফিরতে পারলে আর কোনও ইউরোপিয়ান ক্লাবে খেলবেন না তিনি তাও বলেছেন। বিশাল অর্থের প্রলোভন স্বত্ত্বেও নতুন ঠিকানা করেছেন যুক্তরাষ্ট্র, বেঁছে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ।


বিজ্ঞাপন


বুধবার রাতে স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দো ও মুন্দো দেপার্তিভকে দেয়া সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন মিয়ামিতে যাবার কথা। এদিকে, ক্লাবটির সাথে তার চুক্তির ব্যাপারে বিস্তারিত প্রকাশ হয়নি এখনো। তবে ক্লাবটির সাথে তার চুক্তি কেমন হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা কল্পনা।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্টার মিয়ামির সাথে মেসির চুক্তির মেয়াদ হবে তিন মৌসুমের। আবার প্রথম দুই মৌসুম শেষে চাইলে ক্লাব ছাড়তে পারবেন তিনি, এমন শর্ত আছে বলেও জানা যায় প্রতিবেদন থেকে। এদিকে, স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেসির সাথে মিয়ামির চুক্তির মেয়াদ ৪ বছরের। স্পোর্তের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ামি শহরকে খুব ভালোভাবেই চেনেন মেসি, এখানে তার পরিবার সহজেই মানিয়ে নিতে পারবে, তাই সৌদির আকর্ষণীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন মেসি।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাবটির সাথে চুক্তিতে অ্যাপল এবং অ্যাডিডাস থেকেও মেসি অর্থ পাবেন বলে জানিয়েছে দ্যা অ্যাথলেটিক। এমএলএসের সাথে চুক্তিবদ্ধ এ দুই প্রতিষ্ঠান এ লিগের সাথে সংশ্লিষ্ট আয় থেকে একটি অংশ মেসি পাবেন বলে জানা যায় প্রতিবেদনে।

বুধবার রাতে স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মেসি নিজেই ঘোষণা দিয়েছেন তার ইন্টার মিয়ামিতে যোগদানের ব্যাপারে। আরও জানিয়েছেন,মিয়ামির সাথে চুক্তি সম্পন্ন হয়নি এখনো, কিছু বিষয় এখনো বাকি আছে। তাই ক্লাবটির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলেই হয়তো জানা যাবে বিস্তারিত।

আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর