বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

‘মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা’ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

‘মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা’ 

ফরাসি ক্লাব পিএসজিকে লিওনেল মেসি বিদায় জানাতে চলেছেন, এটা নিয়ে যদি; কিন্তু অনেক ধরেই ছিলো। কেননা ক্লাবটি নতুন করে চুক্তি করার প্রস্তাব দিলেও মেসি সাড়া দিচ্ছেন না, এমনটাই জানিয়েছে বিভিন্ন ফরাসি গণমাধ্যম। তবে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এতদিন পাওয়া যায়নি কারোর। তবে সম্প্রতি মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন কোচ ক্রিস্টোফে গালটিয়ে। এদিকে মেসির নতুন গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেকদিন ধরেই। আর সেখানে গুঞ্জন উঠেছে শৈশবের ক্লাব বার্সায় ফেরবেন আর্জেন্টাইন তারকা। অপরদিকে মেসির বার্সায় ফেরার সেই সম্ভাবনাকেই আরেকটু জোরালো করে দিয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজ।  

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানায়, বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা, এমনটায় বলেন জাভি হার্নান্দেজ। এছাড়া জাভি বলেন, ‘আগামী সপ্তাহে মেসি ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে অনুমানের শেষ নেই! ওর সিদ্ধান্ত ও নেবে, আর আমাদের ক্লাবে তার জন্য দরজা খোলা। এটা নিয়ে কোনো তর্ক নেই।’


বিজ্ঞাপন


মেসি কি নিজের পুরোনো ঠিকানাতে ফিরবেন নাকি অন্য কোথাও পাড়ি জমাবেন সেটি জানা যাবে মেসির নিজের সিদ্ধান্তের পরেই। জাভিও বলেন, ‘পিএসজির সঙ্গে ওর (মেসি) অধ্যায় শেষ হচ্ছে। ভালোভাবে ও মৌসুম শেষ করতে চেয়েছিল। যেহেতু চুক্তি শেষ হচ্ছে, তাই যেখানে ইচ্ছা মেসি সেখানে যেতে পারে।’

অন্যদিকে জাভি মেসিকে বার্সায় পেতে আগ্রহী হলেও বার্সার পক্ষ থেকে এখনও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর জন্য অবশ্য লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকেও সবুজ সংকেতের প্রয়োজন রয়েছে। বার্সার আর্থিক ঋণের কারণে মেসিকে দলে ভেড়ানো নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে বার্সা।

জাভি মেসিকে স্বাগত জানালেও মাস দুয়েক আগে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন ভিন্ন কথা। সে সময় তেবাস বলেন, ‘এখন তারা (বার্সা) মেসিকে সাইন করাতে পারবে না। কিন্ত আশা করব তারা যাতে এটা পারে। হাতে তো এখনও অনেক সময় বাকি আছে। আমরা একটা সহজ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। ওরা প্লেয়ার বিক্রি করতে পারে। যদিও এখন ব্যাপারটা কঠিন। বার্সা মেসিকে ফেরানোর জন্য সবকিছু করতে পারবে বলেই বিশ্বাস করি। কিন্তু তার জন্য আমরা নিয়মে কোনো পরিবর্তন করতে পারব না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর