শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মেসির পর পিএসজি ছাড়ছেন রামোস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

মেসির পর পিএসজি ছাড়ছেন রামোস

লিওনেল মেসির পিএসজি থেকে বিদায় অনেকটাই নিশ্চিত। এবার তার সাথে বিদায়ের তালিকায় যোগ হলো আরও একটি নাম। তিনি সার্জিও রামোস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত একাউন্টে শুক্রবার রাতে করা এক পোস্টে রামোস নিজেই তার বিদায়ের খবর নিশ্চিত করেছেন। লিগ ওয়ানে আজ শনিবার ক্লেরমঅর বিপক্ষে ম্যাচটিতে মেসির মতো রামোসও শেষবার মাঠে নামবেন ফরাসি জায়ান্টদের জার্সি গায়ে।    

দুই বছর আগে রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে ফরাসি ক্লাব পিএসজিত যোগ দেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের জার্সিতে সফলতম এ ডিফেন্ডার পিএসজিতে যোগ দেবার পর খুব একটা আলো ছড়াতে পারেননি। ক্লাবের হয়ে দুই মৌসুমে লিগ আ শিরোপা জিতলেও ফরাসি জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরন হয়নি। ইন্সটাগ্রামে করা পোস্টে পিএসজি থেকে বিদায়ের খবর নিশ্চিত করলেও ফুটবলকে এখনই বিদায় বলছেন না রামোস।


বিজ্ঞাপন


রামোস তার বিদায়ী বার্তায় লিখেছেন, ‘আগামীকাল একটা বিশেষ দিন হবে। আগামীকাল বিদায় জানাব জীবনের আরেকটি অধ্যায়কে। বিদায় পিএসজি।’

ফরাসি ক্লাবটির প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে রামোস বলেন, জানি না, একজন মানুষ কতগুলো জায়গাকে নিজের ঘর বলতে পারে। তবে পিএসজি, তাদের সমর্থকরা ও প্যারিস আমার কাছে নিঃসন্দেহে ঘরের মতোই। স্পেশাল দুটি বছরের জন্য কৃতজ্ঞতা। এখানে সব প্রতিযোগিতায় খেলতে পেরেছি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব, নতুন রঙে নিজেকে রাঙাব।’ 

স্পেনের হয়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপজয়ী এ তারকার ক্লাব ফুটবল ক্যারিয়ার মূলত রিয়াল মাদ্রিদের হয়ে অর্জনে রাঙানো। মাদ্রিদের জার্সিতে দীর্ঘ পথচলায় তিনি জিতেছেন ৫ টি লা লিগা, ৪ টি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ২টি কোপা দেল রে শিরোপা জিতেছেন। জাতীয় দলের জার্সিতেও সমান সফল সময়ের সেরা এ ডিফেন্ডার। ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুইবার ইউরো চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।


বিজ্ঞাপন


ক্লাবের পক্ষ থেকেও রামোসের বিদায়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি এক বিবৃতিতে বলেন, ‘সের্হিওর নেতৃত্বগুণ, তার চেতনা ও পেশাদারিত্ব এবং শীর্ষ পর্যায়ে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়েই সে একজন কিংবদন্তি। প্যারিসে তাকে পাওয়া ছিল আমাদের জন্য সম্মানের।’ 

আরএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর