মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রিমিয়ার লিগ জিতে গার্দিওলার মুকুটে জোড়া পালক 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

প্রিমিয়ার লিগ জিতে গার্দিওলার মুকুটে জোড়া পালক 

পেপ গার্দিওলার অধীনে বেশ কয়েক বছর ধরেই ম্যানচেস্টার সিটি উড়ছে যেনো পক্ষীরাজ ঘোড়ার মত। প্রিমিয়ার লিগ শিরোপা জয়, চ্যাম্পিয়নস লিগ জয়, ট্রেবল জয়- কি নেই তাদের শিরোপা ঝুলিতে! চলতি আসরে প্রিমিয়ার লিগে বেশ চমক দেখিয়েছে আর্সেনাল। তবে সেই দাপট ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ইপিএলের শিরোপা নিজেদের করে নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। আর ম্যানচেস্টারের এই ক্লাবটির শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো আরও এক পালক। আর এতেই চতুর্থবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন গার্দিওলা।  

একই সঙ্গে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা হয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো স্প্যানিয়ার্ডের হাতে উঠলো এই পুরস্কার। এলএমএ সেরা ম্যানেজারের লড়াইয়ে গার্দিওলার সঙ্গে এবার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্সেনালের মিকেল আর্টেটা, ব্রাইটনের রর্বের্তো দে জার্বি, নিউ ক্যাসল ইউনাইটেডের এডি হাউ, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লিমাথ আর্গাইলের কোচ স্টিভেন শুমাখার।


বিজ্ঞাপন


তবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন গার্দিওলা। ৫২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বিবৃতিতে প্রকাশ করেন নিজের উচ্ছ্বাস। তিনি বলেন, ‘এই ট্রফি জিততে পারা দারুণ সম্মানের। আমি দারুণ একটি ক্লাবে কাজ করছি। আশা করছি, আগামী মৌসুমেও মাঠের পারফরম্যান্সের আমাদের এমন দেখা যাবে।’

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ম্যানেজারের সম্মান এবার নিয়ে ৪ বার পেলেন গার্দিওলা। ছাড়িয়ে গেছেন আর্সেন ওয়েঙ্গার ও জোসে মরিনহোকে। গার্দিওলার ওপরে কেবল এখন স্যার অ্যালেক্স ফার্গুসন। রেকর্ড ১১ বার এই স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ।

অন্যদিকে সিটিজেন এই কোচের সামনে ‘ট্রেবল’ জয়ের হাতছানি। আগামী ৩ জুলাই তারা এফএ কাপের ফাইনাল খেলবে ইংলিশ লিগের চিরপ্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১১ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ইন্টার মিলানের সঙ্গে। এই দুই ট্রফি যদি ম্যানসিটি ঘরে তুলতে পারে, তাহলে ‘ট্রেবল’ জয়ী দ্বিতীয় ইংলিশ ক্লাব হবে তারা। এর আগে এই রেকর্ড গড়েছিলেন প্রিমিয়ার লিগের দল ম্যানইউ। 

এসটি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর