ফরাসি ক্লাব পিএসজিকে লিওনেল মেসি বিদায় জানাতে চলেছেন, এটা এখন অনেকটাই নিশ্চিত। কেননা ক্লাবটি নতুন করে চুক্তি করার প্রস্তাব দিলেও মেসি সাড়া দিচ্ছেন না, এমনটাই জানিয়েছে বিভিন্ন ফরাসি গণমাধ্যম। ফলে ক্লাবটির সাথে চুক্তি নবায়ন না করায় আসছে জুনে ফ্রি এজেন্ট হবেন তিনি। তাই এ আর্জেন্টাইন জাদুকরের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর তার সাথে নতুন ডাল-পালা মিলছে, লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করার পর ফ্রেঞ্চ ফুটবলের ইউএনএফপি ট্রফি অনুষ্ঠানে যোগ দেননি আর্জেন্টাইন তারকা। সে সময় বার্সেলোনায় যোগ দিলেন কোল্ডপ্লে কনসার্টে, গোলডটকমের এক প্রতিবেদনে এমনটায় জানায়।
এছাড়া টুইটারে মেসির বার্সেলোনায় কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ভিডিওতে দেখা যায় ভক্তরা মেসি মেসি স্লোগানে মাতিয়ে রেখেছেন চারপাশ।
বিজ্ঞাপন
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসেই। গুঞ্জন আছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না মেসি। ফের তার শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরবেন। ঠিক এমন প্রেক্ষাপটে পিএসজির হয়ে অনুষ্ঠানে যোগ না দিয়ে মেসি ফিরলেন বার্সেলোনায়। যা তার কালাতান ক্লাবটিতে ফেরার গুঞ্জনে নতুন মাত্রাই যোগ করল বলা চলে।
— Fabrizio Romano (@FabrizioRomano) May 28, 2023
এদিকে আর্থিক সংকটের বাধা থাকলেও ন্যু ক্যাম্পে তার ফেরার ব্যাপারে আলোচনা হচ্ছে জোরেশোরে। আর্জেন্টাইন মহাতারকা ফিরলে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা, এমনটায় (২৭ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে জানায়।
২০২১ সালে ফরাসি ক্লাবে যাওয়ার আগেও কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তার বিদায়ের পর সার্জিও বুশকেটস আর্মব্যান্ড পান। এদিকে বুশকেটস এই মৌসুমেই বার্সা ছেড়ে দিয়েছেন, এবং তার সাথে জর্ডি আলবাও ছেড়েছেন। ইতিমধ্যে এই দুই তারকার শিরোপার উল্লাসের দিন গার্ড অফ অনার দিয়েছে সতীর্থরা। ফলে মেসি কাতালানে আসার দরজাটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, যদি না কোনও আর্থিক সমস্যা হয়ে থাকে ক্লাবটির।

