মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসি ফিরলে যেভাবে আয় বাড়বে বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩, ০২:০২ পিএম

শেয়ার করুন:

মেসি ফিরলে যেভাবে আয় বাড়বে বার্সেলোনার

প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হওয়ায় ফুটবল যাদুকরের ক্যারিয়ারে সোনালি ট্রফির অপূর্ণতাও ঘুচে যায়। এদিকে পিএসজির সাথেও দুই বছরের চুক্তিও ফুরিয়ে এসেছে, বেড়েছে ক্লাবটির সাথে তার দুরত্বও। ফলে ক্লাবটি থেকে তার বিদায় অনেকটাই নিশ্চিত। এমন অবস্থায় আলবিসেলেস্তা অধিনায়ককে দলে ভেড়াতে আগ্রহী অনেক ক্লাবই।

মেসিকে দলে নেয়ার দৌড়ে সবার আগে আছে সৌদি ক্লাব আল হিলালের নাম। বিশাল অর্থের বিনিময়ে হলেও তাকে দলে ভেড়াতে চায় ক্লাবটি। কিন্তু মেসির ব্যক্তিগত ভাবে চান প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরতে। আর্থিক সঙ্কটে পড়ে নতুন করে চুক্তি করতে না পারায় ২০২১ সালে অশ্রুসিক্ত বিদায় জানালেও বারবার ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু বার্সার সে আর্থিক সঙ্কট এখনো কাটেনি। তাই এখনই মিশ্চিত করে কিছু বলা না গেলেও ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন মেসিকে ফিরিয়ে আনতে তাদের সর্বাত্মক প্রচেষ্টার কথা।


বিজ্ঞাপন


এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে নতুন খবর। মেসিকে ফিরিয়ে আনলে ক্লাবে অর্থনৈতিক ভাবে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে এক সমীক্ষা চালিয়েছে বার্সেলোনা। আর এতে পাওয়া গেছে চমকপ্রদ ফল।  

মেসি ন্যু ক্যাম্পে ফিরে আসলে বার্সেলোনার আয় কয়েকগুন বাড়বে বলে ধারণা করা হয়েছে সেই সমীক্ষা প্রতিবেদনে। আসছে গ্রীষ্মে সাবেক এ কাতালান কিংবদন্তিকে ফেরাতে পারলে বছরে ২৩০ মিলিয়ন ইউরো আয়ের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।  

মূলত মেসির প্রত্যাবর্তনে নতুন করে স্পন্সর পাবে কাতালান ক্লাবটি। আর বিশ্বকাপ জয় করার পর মেসির ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে। ফলে স্পন্সরদের কাছে থেকে আরও বেশি অর্থ পাবে ক্লাবটি। এ অর্থের সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছে ১৫০ মিলিয়ন ইউরো। এছাড়াও, মেসির বিদায়ের পর টিকিট বিক্রি থেকেও আয় কমে গিয়েছিলো ক্লাবটির। আর্জেন্টাইন অধিনায়ক ফিরে আসলে টিকিট বিক্রির আয় বাড়বে প্রায় ৮০ মিলিয়ন ইউরো। এছাড়াও জার্সি এবং অন্যান্য কিট বিক্রি থেকেও আয় বাড়বে বার্সেলোনার। এখন দেখার বিষয় লিওনেল মেসি কাতালান ক্লাবটিতে শেষ পর্যন্ত ফিরে আসতে পারেন কিনা।  

আরএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর