ম্যাচের শুরু থেকেই দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ালেন মেসি-এমবাপে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ক্রিস্টোফ গালতিয়েরের দল। উল্টো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেনের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি জায়ান্টদের।
পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের অন্তম মুহুর্তে একাম্বির গোলে এগিয়ে যাওয়া রিনের জয় নিশ্চিত হয় দ্বিতীয়ার্ধের শুরুতে আহনু কালিমেন্দুর গোলে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এদিকে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রেনে। বিরতিতে যাওয়ার আগে দলটিকে লিড গোল এনে দেন একাম্বি। এরপর বিরতি থেকে ফিরে খেলার ৪৮তম মিনিটে আহনু কালিমেন্দুর গোলে ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় মেসি-এমবাপেরা।
চলতি মৌসুমে লিগে এটি পিএসজির চতুর্থ হার। তাছাড়াও ২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে হারের স্বাদ পেতে হলো দলটিকে। তবে এই হারেও লিগে শীর্ষস্থান ধরে রেখেছে ক্রিস্টোফ গালতিয়েরের দল।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বিশ্বকাপ মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
২৮ ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৬। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস। ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে রেনে।
এফএইচ

