শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কোপা দেল রে’র সেমিতে ‘এল ক্ল্যাসিকো’ দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:১৩ এএম

শেয়ার করুন:

কোপা দেল রে’র সেমিতে ‘এল ক্ল্যাসিকো’ দ্বৈরথ

দীর্ঘ ২১ মাস পর শিরোপা খরা ঘুচিয়েছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে শিরোপা নিজেদের করে নেয় কাতালান জায়ান্টরা। এবার ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ধ্রুপদী লড়াই এল ক্ল্যাসিকো আবারও মাঠে গড়ানোর অপেক্ষায়। কোপা দেল রে’র ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

সোমবার কোপা দেল রে’র সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে শেষ চারের অপর ম্যাচে লড়বে ওসাসুনা ও অ্যাথলেটিকো বিলবাও। এদিকে কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে জাভির দল। আর রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফাইনালের আগের রাতের স্মৃতিচারণ করে যা বললেন মেসি

রিয়াল-বার্সার এই দ্বৈরথ আগামী ১ মার্চ অথবা ২ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের লড়াই ক্যাম্প ন্যুতে গড়াবে ৪, ৫ অথবা ৬ এপ্রিল।

এদিকে চলতি মৌসুমে এরমধ্যেই দুইবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ২০২২ সালের অক্টোবরে লা লিগার ম্যাচে ৩-১ গোলে জয় পায় রিয়াল। আর চলতি মাসে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে বার্সেলোনা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বোলারদের নৈপুণ্যে খুলনার বিপক্ষে সহজ জয় সিলেটের

তাছাড়াও ১৯ মার্চ লা লিগায় আরেকটি এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর