মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মেসির সতীর্থরা আর ট্রফি জিততে পারবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

‘মেসির সতীর্থরা আর ট্রফি জিততে পারবে না’

আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে স্বপ্ন যাত্রার পর নানারকম বিতর্কের মুখে পড়েন এমি। জয়ের পর মাঠের মধ্যেই অশ্লীল ভঙ্গি থেকে শুরু করে ছাদখোলা বাসে ফরাসি তারকা এমবাপের পুতুল নিয়ে রসিকতায় অনেকের তোপের মুখে পড়েন তিনি। এরপর তার বিরুদ্ধে ফিফার কাছেও অভিযোগ করে ফ্রান্স। এবার মার্টিনেজ ও আর্জেন্টিনা দলকে নিয়ে বোমা ফাটালেন ইব্রাহিমোভিচ। 

সুইডেনের তারকা এক সাক্ষাৎকারে বলেন শুধু এমিলিয়ানো মার্টিনেজ কেন, বিতর্কিত সব কাজের সঙ্গে জড়িত ছিলেন মেসির অন্য সতীর্থরাও। দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পেকে ব্যঙ্গ করেছিলেন তারা। এই কাজটাও পছন্দ হয়নি সুইডিশ এই তারকার। 


বিজ্ঞাপন


এছাড়া রেডিও স্টেশন ইন্টার ফ্রান্সকে দেওয়া সাক্ষাৎকারে সুইডিশ সুপারস্টার বলেন, ‘মেসি সবকিছু জিতেছে। কিন্তু ওর সতীর্থরা যে জঘন্য আচরণ করেছে, সেটাকে শ্রদ্ধা করা যায় না। এটা আমি বলছি, একজন প্রথম সারির পেশাধার ফুটবলার হয়েও। ওরা আর কখনও বিশ্বকাপ জিততে পারবে না।’

আর্জেন্টিনাকে নিয়ে নিজের করা ভবিষ্যদ্বাণী নিয়ে সুইডিশ তারকা অবশ্য বলেছেন, অধিনায়ক মেসির অবদান তিনি ভুলে যাবেন না। তবে দলের বাকিদের আচরণে খুব বেশি মুগ্ধ হননি ৪১ বছর বয়সী স্ট্রাইকার। তিনি বলেন, ‘মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় এবং আমিও তাই বিশ্বাস করি। আমি নিশ্চিত ছিলাম মেসি ট্রফি জিততে চলেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর