ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে যেন থামানোই যাচ্ছে না। দীর্ঘদিন ধরে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে মিকেল আর্তেতার দল। গতকাল রাতে এমিরেটস স্টেডিয়ামে বড় প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল মার্টিন অডিগার্ডরা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও রোমাঞ্চ ছড়িয়ে শেষ মিনিটের গোলে জয় পায় আর্সেনাল।
নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল গানার্সরা। প্রথমার্ধের ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় রেড ড্যাভিলসরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে তখন পুরো নিশ্চুপ হয়ে গিয়েছিল।
বিজ্ঞাপন
তবে সেই স্তব্ধতা কাটিয়ে উঠতে মাত্র ৭ মিনিট সময় নিয়েছে স্বাগতিকরা। এডি এনকেতিয়ার গোলে ১-১ সমতায় ফিরে আর্সেনাল। প্রথমার্ধে কেউ আর গোলের দেখা না পেলে ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমর্থকদের আনন্দে ভাসান বুকায়ো সাকা। ম্যাচের ৫৩ মিনিটে সাকার বাঁ পায়ের দুর্দান্ত এক গোল লিড এনে দেয় স্বাগতিকদের। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি গানার্সদের গোল। ৫৯ মিনিটেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের হেডে ম্যানচেস্টার ইউনাইটেড ২-২ গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে।
নিশ্চিত ড্র'র দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। সাইড লাইনে থাকা রেফারি অতিরিক্ত সময়ের ঘোষণা দিতে যাবেন ঠিক সেই মুহূর্তেই এনকেতিয়ার গোলে এমিরেটস স্টেডিয়াম উৎসবে মেতে উঠে। আর তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। সেই সঙ্গে লিগ শিরোপা জয়ের পথে নিজেদের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল গানার্সরা।
এমএএম