রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মেসির কোনো অবদান নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মেসির কোনো অবদান নেই’

মরুর বুকে স্বপ্ন জয়ের আগে আর্জেন্টাইনদের কাছে শ্রদ্ধা ও সম্মানের শীর্ষস্থানটা বরাদ্দ থাকত ম্যারাডোনার জন্য। তবে কাতারে বিশ্বকাপ জিতে সেই দৃশ্যপট বদলে দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে ম্যারাডোনার সেই সিংহাসনের ভাগীদার হয়েছেন ‘লা পুলগা’। রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ফুটবলের এই ‘ক্ষুদে জাদুকর’ এখন সর্বকালের সেরাদের একজন।

কাতারে বিশ্বকাপ মিশনের শুরু থেকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। তার হাত ধরেই গুটি গুটি পায়ে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত পৌঁছায় আলবিসেলেস্তারা। সেই সাথে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় তার দল। তবে প্রায় তিন যুগ পর সোনালি ট্রফিটা নিজেদের ঘরে তুললেও, মেসির বিশ্বজয়কে ছোট করে দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলকিপার হুগো গাত্তি।


বিজ্ঞাপন


আরও পড়ুন- অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে রোনালদোর

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম ল্য নেসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাত্তি বলেছেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষকের অবদান মেসির থেকেও বেশি। ম্যাচে দারুণ সেভ করেছে সে। টাইব্রেকারে সেই দলকে জিতিয়েছে। গোলরক্ষকই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পার্থক্য গড়ে দিয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মেসির অবদান অপরিহার্য নয়।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গাত্তি খেলেছেন ১৮টি ম্যাচ। তবে আর্জেন্টিনার ঘরোয়া লিগে টানা ২৬টি মৌসুমে রেকর্ড ৭৫৭টি ম্যাচ খেলেছিলেন এই তারকা। বোকা জুনিয়র্সের সাবেক এই গোলরক্ষক মেসির প্রসঙ্গে আরও বলেন, ‘সে (মেসি) বিশ্বকাপে মোটামুটি ভালোই খেলেছে। তবে ও কখনই ম্যারাডোনা হতে পারবে না। এই মুহুর্তে এমবাপেই বিশ্বের সেরা।’


বিজ্ঞাপন


আরও পড়ুন- নতুন বিতর্কে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

এর আগেও বিভিন্ন সময়ে মেসিকে নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় এসেছেন হুগো গাত্তি। ২০১৮ সালে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘মেসির স্পেনেই খেলা উচিত। মানুষ তাকে সেখানেই দেখতে চায়। ক্রিশ্চিয়ানো রোনালদো হলে ওখানেই খেলত।’

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর