বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এল ক্লাসিকো: রিয়ালের আগ্রাসন নাকি বার্সার পুনর্জন্ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

এল ক্লাসিকো: রিয়ালের আগ্রাসন নাকি বার্সার পুনর্জন্ম

সবশেষ ২০২১ সালে কোনও একটি শিরোপার স্বাদ পেয়েছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ২১ মাস। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল দিয়ে এবার দলটির সামনে সুযোগ এসেছে শিরোপা খরা কাটানোর। ব্যর্থতার গ্লানি মুছে ঘুরে দাঁড়ানোর যে ম্যাচে বার্সার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

আজ রাত ১টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার কোপার শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে দুই দল। তাই ফুটবল ভক্ত-সমর্থকদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিসিবির মতে সেই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সঠিকই ছিল

এর আগে ১৩ বার বার্সার ঘরে উঠেছে স্প্যানিশ সুপার কাপের ট্রফি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতেছে ১২ বার। তবে নতুন ফরম্যাট আসার পর থেকে শিরোপা জিততে পারেনি বার্সা। ২০১৮ সালে শেষবারের মতো ট্রফি জিতেছিল জাভির দল। আর গতবছরেই সুপার কাপ জিতে রিয়াল।

এর আগেও আটবার সুপার কাপে এল ক্লাসিকো হয়েছে। যার মধ্যে সাতবারই জয়ের স্বাদ পায় রিয়াল। তাছাড়াও ২০১০ সালের পর একবারের জন্য ফাইনাল হেরেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। যা আজকের ম্যাচেও বাড়তি সাহস জোগাচ্ছে এই ইতালিয়ান কোচকে। এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘প্রতিটি ম্যাচ ও ফাইনাল জেতার জন্য আমরা লড়াই করি। বর্তমানে ছেলেরা বেশ নির্ভার। প্রতিটি ট্রফিই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচেও অনেক কিছুই পাওয়ার আছে। আমার ফুটবলাররা এই ধরণের চাপ নিতে অভ্যস্ত।’


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিচ্ছেদের পরও শাকিরার বিদ্রূপের শিকার পিকে

অন্যদিকে শিরোপা খরা কাটাতে মরিয়া বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আজকের লড়াইটা যেহেতু ট্রফির জন্য, তাই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদিও এর ফলাফল এবারের মৌসুমকে বদলাবে না। তবে সুপার কাপের শিরোপা জিততে পারলে মৌসুমের বাকি সময়টায় দল বাড়তি আত্মবিশ্বাস পাবে। তাছাড়াও ভবিষ্যতে যাই হোক না কেন, আমরা বাকি তিনটি শিরোপার জন্য লড়াই করব।’

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর