বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

‘মেসি নর্দমার ইঁদুর’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

‘মেসি নর্দমার ইঁদুর’

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। সেই সব সম্পর্কের ইতি টেনে এই ক্ষুদে জাদুকর এখন প্যারিসের ক্লাব পিএসজিতে। তবে ৩৫ বছর বয়সী এই তারকা কাতালান ক্লাবটি ছাড়লেও স্মৃতিকাতরতায় ভোগেন এলএমটেন। কিন্তু মেসিকে নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্টস’ এক প্রতিবেদনে যা বলেছে তা একদম চমকে উঠার মতো।  

প্রতিবেদনটিতে বার্সেলোনার আইনি বিভাগের প্রাক্তন প্রধান রোমান গোমেজ পান্তির মেসেজ ফাঁস করেছে ‘স্পোর্টস’। যেখানে রোমান মেসিকে ‘বেঁটে’, ‘নর্দমার ইঁদুর’ বলে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


এছড়া ফাঁস হয়ে যাওয়া সেই মেসেজ প্রকাশ করে তোলপাড় ফেলে দিয়েছে ‘এল পেরিওডিকো’। বার্সেলোনার এক নিজস্ব হোয়াটসআপ গ্রুপ ছিল। যেখানে নিজেদের মধ্যে কথোপকথন চালাতেন আইনি বিভাগের সাবেক হেড রোমান গোমেজ পান্তি, সাবেক বার্সা সভাপতি জোসেফ বার্তামেউ, সাবেক জেনারেল ডিরেক্টর অস্কার গ্রাউ, অর্থ বিভাগের সাবেক ডিরেক্টর পানচো শ্রোডার এবং স্ট্র্যাটেজি এবং ইনোভেশন বিভাগের ডিরেক্টর হ্যাভিয়ের সবরিনো।

বার্সার সাবেক সভাপতি বার্তামেউ বরাবরই মেসিকে পছন্দ করতেন। সেই কারণেই বার্সার সাবেক সভাপতির ওপর হোয়াটসআপ গ্রুপে চড়াও হন পান্তি। যেখানে তিনি মেসিকে একের পর এক সমালোচনার আক্রমণে ভরিয়ে দিয়েছেন। 

এদিকে মেসিতে বিরক্ত হয়ে পানতি নাকি সেই গ্রুপে লিখেন, ‘বারতো (বার্তামিউ) তুমি এই নর্দমার ইঁদুরটার জন্য এত ভালো হয়ো না। ক্লাব ওঁর জন্য সবকিছু করেছে। আর ও ক্লাবের প্লেয়ার সই থেকে, ট্রান্সফার, সই পুনর্নবীকরণ, স্পনসর সব বিষয়ে নাক গলিয়েছে।’

সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনে মেসিকে নিয়ে বার্তোমেউর প্রতি পন্তি লিখেছেন, ‘বার্তো, ওই নর্দমার ইঁদুরটির (মেসি) প্রতি তুমি এতটা ভালো হতে পারো না। ক্লাব তাকে সবকিছু দিয়েছে, আর সে সাইনিং, দলবদল, চুক্তি নবায়ন, স্পনসর এসব নিয়ন্ত্রণ করে নিজের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে।’ 


বিজ্ঞাপন


পানতির এই সমস্ত বিষ্ফোরক বক্তব্যের সঙ্গে নাকি সহমত হয়ে মেসেজও করেন গ্রাউ। বার্তামিউয়ের সেই জবাব ছিল, ‘তোমার সঙ্গে অনেক বিষয়েই সহমত। তবে বার্সেলোনা সবসময়ই আমার অগ্রাধিকার। এরকম আর্টিকেল ক্লাবের ভাবমূর্তির ক্ষতি করছে।’ পরে বার্তামিউ স্বীকার করেন পানতির অভিযোগ অনেকাংশেই সত্যি। ‘অনেকক্ষেত্রেই আমাদের মেসির কথা শুনতে হত। তবে সবসময় নয়। তবে অতিমারীর চুক্তি সংক্রান্ত বিষয়টা মজা করে বলা হয়েছিল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর