রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফাইনালে মেসির হাতে ছিল নকল বিশ্বকাপ, বেরিয়ে এলো আসল রহস্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ০২:২০ পিএম

শেয়ার করুন:

ফাইনালে মেসির হাতে ছিল নকল বিশ্বকাপ, বেরিয়ে এলো আসল রহস্য

ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ জয়ের স্বাদ নেয়ার। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে সেই স্বপ্নকেও ছুঁয়ে ফেলেছেন ‘এলএমটেন’। হাতে তুলেছেন অধরা সেই সোনালি ট্রফিটা।

বিশ্বকাপের ছুটি কাটিয়ে সম্প্রতি নিজ ক্লাব পিএসজিতে ফিরেছেন লা পুলগা। এবার ফাইনাল শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর আচমকা জনসম্মুখে এলো এক নতুন তথ্য। স্বপ্ন জয়ের পর সোনালী ট্রফি হাতে মেসির যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি আসল ট্রফি ছিল না। নতুন এই তথ্য প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান-শ্রীলঙ্কা

সম্প্রতি আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্লারিন’ এই তথ্য প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, পাওলা জুজুলিচ নামের এক ভাস্কর্য নির্মাতা সেই নকল ট্রফিটি বানিয়েছেন।

এরপর জুজুলিচ এক বিবৃতিতে জানান, ‘আমার ছয় মাস লেগেছে ট্রফিটা বানাতে। ইচ্ছে ছিল সেই ট্রফিতে আর্জেন্টিনার সব ফুটবলারদের সই নিব। তিনবার মাঠে ফুটবলারদের হাতেও দিয়েছিলাম ট্রফিটা। প্রথমে লিয়ান্দ্রো পারেদেসের পরিবার সেটা হাতে পায় ও পারেদেস সেটাতে সই করে। এরপর তা এক হাত হতে আরেক হাতে ঘুরছিল। ফুটবলাররা তা ছুঁয়ে দেখছিল ও সই করছিল।’


বিজ্ঞাপন


জুজুলিভ আরও বলেন, ‘আমাকে অনেকে বলছিল, তুমি বোধহয় কাপটা হারিয়ে ফেললে। কিন্তু আমি চাইছিলাম তা ফিরে পেতে। এরপর এক ফুটবলারকে চেঁচিয়ে বললাম, পারেদেসের হাতে যে কাপটা আছে সেটা আমার। পরক্ষনেই লাউতারো মার্টিনেস সেটা আমাকে ফেরত দিয়ে যায়।’

আরও পড়ুন- আপাতত আল নাসেরের জার্সিতে মাঠে নামা হচ্ছে না রোনালদোর

জুজুলিচের সেই নকল ট্রফিটা গিয়েছিল মেসির হাতেও। তাকে কাঁধে তুলে সতীর্থরা যখন উল্লাসে মেতেছিল, তখন মেসির হাতে সেই ট্রফিটাই ধরা ছিল। তখন সোনালি সেই ট্রফিটা ছিল অন্য একজন ফুটবলারের হাতে। ব্যাপারটিতে প্রথম ভুল ধরেন অ্যানহেল ডি মারিয়া। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে জানান, যে ট্রফিটি তিনি ধরে আছেন সেটিই আসল ট্রফি। এটি যেন তিনি কাউকে না দিয়ে দেন। পরবর্তীতে ডি মারিয়া সেটি লিওকে জানান।

উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর মেসিদের হাতে উঠেছিল রেপ্লিকা ট্রফি। আসল সোনালি ট্রফিটি দেখা মিলবে ফিফার মিউজিয়ামে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর