বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেলের শেষ শ্রদ্ধায় সেলফি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

পেলের শেষ শ্রদ্ধায় সেলফি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের সম্রাট পেলে চিরনিদ্রায় শায়িত হলেন। তবে তার আগে শেষ বিদায় জানানোর জন্য পেলের মরদেহ আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই পেলের খোলা কফিনের সামনে সেলফি তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এ বিষয়ে মুখ খুলেননি তিনি। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো । সেই সঙ্গে জানালেন বিষয়টি নিয়ে চরম হতাশার কথা। 

ব্রাজিল থেকে ফিরে নিজের ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে এ নিয়ে বলেন, একটি সেলফি তোলা নিয়ে এমন হয়ে উঠবে তা বুঝতে পারেননি।


বিজ্ঞাপন


এছাড়া নিজের ব্যাখ্যাসহ প্রতিক্রিয়া জানিয়ে ইনফান্তিনো লেখেন, ব্রাজিল থেকে এইমাত্র ফিরলাম, যেখানে পেলেকে খুব চমৎকারভাবে শ্রদ্ধা জানানোয় অংশ নিতে পেরেছি। গতকাল (সোমবার) শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে সেলফি ও ছবি তোলার কারণে সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে। এটা জানার পর মর্মাহত হয়েছি।

তিনি বলেন, ব্যাপারটা নিয়ে জানাচ্ছি যে, গ্রেট পেলের খেলোয়াড়ি জীবনের সতীর্থ এবং তার পরিবারবর্গ তাদের সঙ্গে কয়েকটি ছবি তোলার অনুরোধ করেছিল। আমি তাতে স্বাভাবিকভাবেই রাজি হয়েছি।

এরপর সেই সেলফি তোলার ব্যাখ্যায় ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, পেলের সতীর্থরা অনুরোধ করেছিল সবাইকে সঙ্গে নিয়ে যেন একটি সেলফি তুলি। কিন্তু কীভাবে তুলতে হবে তারা সেটি জানত না। তাই আমি তাদের একজনকে সাহায্য করেছি। সেজন্য সবাইকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছি।

তিনি বলেন, পেলের সাবেক সতীর্থদের সাহায্য করার জন্য যদি সমালোচনার শিকার হতে হয়, তাহলে আমি সানন্দে তা মাথা পেতে নিচ্ছি। আর সবসময়ই তাদের সাহায্য করব, যারা ফুটবলে কিংবদন্তিতুল্য ইতিহাস লিখেছেন। পেলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা বিশাল। তাই অসম্মান হয় এমন কিছু আমি কোনো অবস্থাতেই করব না।


বিজ্ঞাপন


এছাড়া বিশ্বকাপ চলাকালীন সময়ে বিয়ার পান, সমকামীতা, পশ্চিমা বিশ্বের ক্ষমা চাওয়া এইসব বিষয়ে মন্তব্য করে নেটিজনদের রোষানলে পড়েন তিনি। অপরদিকে ফাইনালের দিন বিশ্বকাপ ট্রফিটি মেসির হাতে তুলে দেওয়ার সময় তাকে মঞ্চ থেকে ঠেলে সমালোচনার শিকার হয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর