শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

মেসি কী তাহলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হচ্ছেন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

মেসি কী তাহলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হচ্ছেন!

১৯৮৬ সালে শেষবার প্রয়াত মারাদোনার হাত ধরে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। তারপর ৩৬ বছরেক খরা। সোনালী ট্রফিটা আর ঘরে আসেনি নীল-সাদা ব্রিগেডের। মাঝে ১৯৯০ ও ২০১৪ সালে ফাইনালে উঠলেও ট্রফি ও ঠোটের মধ্যে দুরত্বটা থেকেই গিয়েছে মেসিদের। তবে অধরা শিরোপার স্বাদ নিজেদের করে নিয়েছে কাতার বিশ্বকাপে লিওনেল মেসি হাত ধরে। ফলে লাতিন আমেরিকার দেশটি মেতেছে মেসিবন্দনায়। এছাড়া বিশ্বকাপ জয়ের পর একটি জরিপ দাবি জানাচ্ছে আর্জেন্টিনার অর্ধেক মানুষই প্রেসিডেন্ট হিসেবে চান ৩৫ বছর বয়সী লিওকে।

আন্তর্জাতিক গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানিয়েছ, আগামী বছর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন। তাই তার আগে দেশের পরিস্থিতি বুঝতে আড়াই হাজারের বেশি মানুষের ওপর জরিপটি চালিয়েছেন সমাজবিজ্ঞানী জিওকোভ। যেখানে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন মেসি। পেছনে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, মাওরোসিও মার্কি, ক্রিস্তিয়ান কারচানেরের মতো রাজনীতিবিদদের। 


বিজ্ঞাপন


জরিপ বলছে, ৪৩ শতাংশের বেশি মানুষ সরাসরিই জানিয়েছেন মেসিকে তারা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। আর ১৭.৫ শতাংশ মানুষ ‘হয়তো’ থাকলেও মেসির পক্ষেই সমর্থন জানিয়েছেন। 

অপরদিকে মেসির পর দ্বিতীয় হওয়া ডানপন্থি নেতা জাভিয়ের মিলেয়া পেয়েছেন কেবল ১২ শতাংশ ভোট। তারপরই ১১ শতাংশ ভোট নিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিয়ান কারচানের। এ ছাড়া বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ পেয়েছেন মাত্র ১.৩ শতাংশ মানুষের সমর্থন।

এদিকে মেসিদের বিশ্বকাপ জয়ের পর প্রেসিডেন্ট প্রাসাদে না যাওয়া সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন দেশটির মানুষ। জরিপে দেখা গেছে, ৮২ দশমিক ৯ শতাংশ মানুষ আলবিসেলেস্তেদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর