দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার আক্ষেপ ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। তৃতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পেয়েছে আর্জেন্টিনা। সেই অধরা সোনালি ট্রফিটাও অবশেষে অর্জন করেছেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন এই পিএসজি তারকা। আর্জেন্টিনার গৌরবময় জয়ের পর মেসির ফিফা বিশ্বকাপ জয়ের ছবি অনন্য মাইলফলক ছুঁয়েছে।
যেকোনো অ্যাথলেট বা খেলোয়াড়ের চেয়ে লিওনেল মেসির ফিফা বিশ্বকাপ জয়ের ছবি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পেয়েছে। এর আগের রেকর্ডটি ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার গৌরবময় জয়ের পর মেসির ওই ছবিটি পোস্ট করা হয়।
বিজ্ঞাপন
ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, "চ্যাম্পিয়নস অফ দ্য ওয়ার্ল্ড!!!!!!!!" শিরোনামে মেসির পোস্টটি রোববার পোস্ট করার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাত কোটি ২০ লাখের বেশি লাইক পেয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজন করার জন্য ফরাসিদের আবেদন
ফটোতে দেখা গেছে যে মেসি বিশ্বকাপের ট্রফি তুলে ধরেছেন এবং তিনি (তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন) ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার গৌরবময় জয় উদযাপন করছেন।
মেসির এ পোস্টটি পুর্তগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টকে পরাজিত করেছে। এর আগে রোনালদোর পোস্টটি ইনস্টাগ্রামে প্রায় চার কোটি ২০ লাখ লাইক পেয়েছিল। এটাই ছিলো আগের রেকর্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মেসির সেই পোশাক কিনতে ১০ কোটির প্রস্তাব
রোনালদো ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি বিশ্বকাপ শুরু হওয়ার এক দিন আগে ১৯ নভেম্বর তারিখে ওই ছবির পোস্টটি করেছিলেন৷
তবে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি ছিল একটি বাদামী ডিমের ছবি যেটি ৫ কোটি ৬০ লাখের বেশি লাইক অর্জন করেছে। ২০১৯ সালের প্রথম দিকে এক ব্যবহারকারী ওই ডিমের ছবিটি পোস্ট করেন। ওই ছবিটির লাইক পাওয়ার রেকর্ড এখন ভেঙেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের ছবিটি এখন পর্যন্ত ৭ কোটি ২০ লাখের বেশি লাইক অর্জন করেছে।
এমএএম