শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টাইন বাজপাখির বিরুদ্ধে ফ্রান্সের আনুষ্ঠানিক অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:১৫ এএম

শেয়ার করুন:

আর্জেন্টাইন বাজপাখির বিরুদ্ধে ফ্রান্সের আনুষ্ঠানিক অভিযোগ

ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ জয়ের স্বাদ নেয়ার। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপার দেখা পায় আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইনদের এমন সফলতার পেছনের কারিগর হলেন ফাইনালে ফরাসিদের রুখে দেওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্বপ্নের শিরোপা জয়ের পর থেকেই আলোচনা-সমালোচনায় খবরের শিরোনাম তিনি। আর্জেন্টাইন বাজপাখি খ্যাত এমির বিরুদ্ধে এবার অভিযোগ জানিয়েছে ফ্রান্স। 

৩৬ বছরের খরা ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে পুরো আর্জেন্টিনা। এমন স্মরণীয় মুহূর্ত উদযাপন করতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে লাখো মানুষের ঢল নামে। তাদের সঙ্গে ছাদখোলা বাসে করে আনন্দ ভাগাভাগি করে লিওনেল মেসিরাও। তবে গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ সেই কাতারে জয় উদযাপন থেকে শুরু করে নিজ দেশ আর্জেন্টিনায় উল্লাসের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। 


বিজ্ঞাপন


গোল্ডেন গ্লাভস জয়ের পর মাঠের মধ্যেই অশ্লীল ভঙ্গিত থেকে শুরু করে ছাদখোলা বাসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের পুতুল নিয়ে রসিকতায় অনেকের তোপের মুখে পড়েছেন এমি। 

মার্টিনেজের এমন আচরণ মেনে নিতে পারছেন না অনেক সাবেক ফুটবলার। এবার এই আচরণকেই ফরাসি ফুটবল ফেডারেশন ‘বিস্ময়কর’ ও ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছে।

ওয়েস্ট ফ্রান্স’কে দেওয়া এক সাক্ষাতকারে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোঁয়ে লে গ্রায়েঁত বলেন, "আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। ফ্রান্স দলকে সফল করতে আমাদের ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েছে। এই জন্য তাদের সমর্থন দেওয়া অনেক জরুরি। আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি লিখেছিলাম। একটা ক্রীড়া প্রতিযোগিতায় এরূপ আচরণ অস্বাভাবিক, এমবাপ্পের আচরণ ছিল স্বাভাবিক। এটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।"  

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মানুষের প্রশংসা কুড়ানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অবশ্য এসব কিছু নিয়ে ভাবছে না। এই অ্যাস্টন ভিলা তারকা নিজের মতো করে তাদের দেশের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করে যাচ্ছেন। 


বিজ্ঞাপন


এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর