শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে থাকবে ইতালির রেফারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে থাকবে ইতালির রেফারি

আর মাত্র দুটি ম্যাচ পার করতে পারলেই মরুর বুকে সোনালী ট্রফি উঁচিয়ে ধরবেন মেসি-ডি মারিয়ারা। আপাতত সেমিফাইনাল বাধা টপকাতে হবে স্কালোনিদের। যেখানে সেমিতে তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির ড্যানিয়েল ওরসাতো। আর ভারের দায়িত্বে থাকবেন মাসিমিলিয়ানো ইরাতি। 

চলতি আসরের উদ্বোধনী ম্যাচ খেলিয়েছিলেন ওরসাতো। কাতার ও ইকুয়েডরের সেই ম্যাচে কাতার ২-০ গোলে হারছিলো। এ ছাড়া গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচেরও দায়িত্বে ছিলেন ওরসাতো। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।


বিজ্ঞাপন


এ রেফারিকে গ্রুপ পর্বের পরে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল পর্বে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেমিফাইনালে আবারও দায়িত্ব পেয়েছেন তিনি।  

অপরদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারি মাতেওকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মাতেও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৮টি কার্ড দেখিয়ে আলোচনায় আসেন। এর মধ্যে দশটি হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ফুটবলাররা আর নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। সেই ম্যাচে লিওনেল মেসিও হলুদ কার্ড পান।

এছাড়াও মাঠের খেলোয়াড়ের সঙ্গে কোচ ও স্টাফদেরকেও কার্ড দেখা তিনি। এতে ফিফা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। অপরদিকে শেষ আটের লড়াইয়ে পর্তুগাল বনাম মরক্কো ম্যাচের রেফারিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থরা। এই বিতর্কের পরে অভিজ্ঞ ইতালীয় রেফারির উপরে মেসিদের ম্যাচের দায়িত্ব দিল ফিফা। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর