শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ঢাকা

কী ইঙ্গিত দিলেন রোনালদো?  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

কী ইঙ্গিত দিলেন রোনালদো?  

মরুর দেশে অনেক আশা নিয়েই এসেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অধরা সোনালী ট্রফির ধরেই হয়তো শেষ রাঙাতে চেয়েছিলেন সাবেক রিয়াল তারকা। কিন্তু মরক্কোর সাথে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় পর্তুগিজদের। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় ছড়িয়ে গেছে পর্তুগালের জার্সিতে হয়তো আর দেখা যাবে না ৩৭ বছর বয়সী তারকাকে। অন্যদিকে ম্যাচের পরের দিন নিজের ভেরিফাইড ফেসবুক থেকে সমর্থনদের জন্য এক  ইঙ্গিত পূর্ন বার্তা দিলেন এই তারকা।     

সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘পর্তুগালে বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত পর্তুগাল সহ আন্তর্জাতিক মাত্রা অনেক শিরোপা জিতেছি, কিন্তু বিশ্বের মধ্যে আমাদের দেশের নাম সর্বোচ্চ পর্যায়ে রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।’ 


বিজ্ঞাপন


সাবেক রিয়াল তারকা কাল ম্যাচ নিয়ে আরো বলেন, ‘দুঃখজনকভাবে গতকাল স্বপ্ন শেষ হয়ে গেছে, তাপের প্রতি প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়। আমি শুধু তোমাদের সবাইকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালে আমার উত্সর্জন এক মুহূর্তের জন্যও পরিবর্তিত হয়নি। সবার উদ্দেশ্য নিয়ে লড়াই করে আমি সবসময় এক ছিলাম এবং আমার সহকর্মীদের ও দেশের দিকে কখনও মুখ ফিরিয়ে নেব না।’ 

অপরদকি এই তারকা সমার্থনদের উদ্দেশ্য করে বলেন, ‘এখনকার জন্য আর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার স্বপ্নটা সুন্দর ছিল যতদিন টিকে থাকে... এখন, এটা আশা করা হচ্ছে যে আবহাওয়া ভালো উপদেষ্টা হবে এবং প্রত্যেককে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে অনুমতি দেবে।’  

তবে কি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার এই বার্তায় ভক্ত মনে আশার আলো জাগালো! ২০২৬ বিশ্বকাপেও কি দেখা যাবে এই তারকাকে মাঠ কাপাতে? নাকি জাতীয় দলের হয়ে ২০২৪ ইউরো খেলে ইতি টানবে?

এ তারকা খেলোয়াড় বয়েস ৩৭ আর তার ফিটনেস যা আছে পরের আরেকটা বিশ্বকাপ খেলতেই পারে এই তারকা। এছাড়া এর আগেও বিশ্বে ফুটবল অনেকই আছে যারা বেশি বয়সে খেলার রেকর্ড আছে। ফারিড মোনড্রাগন কলম্বিয়া গোলরক্ষক যিনি ৪৩ বছর বয়সেও খেলেছেম জাতীয় দলের হয়ে। অন্যদিকে রজার মিলা ক্যামেরুনের হয়ে ৪২ বছর বয়সেও খেলেছেন। তাই রোনালদো ভক্তরা আসা করতেই পারে তাকে আরেকটি বিশ্বকাপ। এখন অপেক্ষা রোনালদো কি সংবাদ দেয়। 


বিজ্ঞাপন


এসটি      

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর