বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন ব্রাজিল কোচ তিতে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১১:১৮ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন ব্রাজিল কোচ তিতে 

চলতি কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ১-১ সমতা নিয়ে পেনাল্টি শুটআউটে যায় দুদল। সেখানে ৪-২ ব্যবধানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়চদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গতবারের রানার্স আপরা। অপরদিকে শেষ আটের লড়াইয়ে দলের এমন বিদায়ে কোচ থেকে পদত্যাগ করেছে তিতে।   

গোল ডটকম দেওয়া এক বিবৃতিতে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিতে জানায়, এই চক্রের সমাপ্তি এখানেই। 


বিজ্ঞাপন


তিনি বলেন, আমি এক দেড় বছর আগে যা বলেছি বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব। সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই। 

২০১৬ সালে কোচ ডুঙ্গার স্থলাভিষিক্ত হন ৬১ বছর বয়সী তিতে। তার দায়িত্বকালে ৮১ ম্যাচের ৬০টিতে জয় পায় ব্রাজিল। এছাড়া সেলেসাওরা ২০১৯ সালে কোপা আমেরিকা জেতে তিতের অধীনে। 

আগামী বিশ্বকাপ ২০২৬ হবে উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায়। সেই আসরে শিরোপার দৌড়ে লড়বে ৪৮টি দল।   

এসটি 


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর