বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনাকে মোকাবিলা করতে প্রস্তুত ডাচ ডিফেন্ডার  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনাকে মোকাবিলা করতে প্রস্তুত ডাচ ডিফেন্ডার  

৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে নেমে হোচট খায় দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। তবে সেই ম্যাচকে ভুলে ঘুরে দাঁড়িয়ে দারুণ শুরু করেছে আলবিসেলেস্তেরা। অপরদিকে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। তবে কোয়ার্টারে তাদের রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেদারল্যান্ডস।   

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে তথ্য পাওয়া যায়, ভিন্ন কৌশল গ্রহণ করেই মাঠে নামছে ডাচরা।  


বিজ্ঞাপন


তবে কেবল মেসি ও আলভারেজের ওপরই চোখ রাখছেন না নেদারল্যান্ডস। আর্জেন্টিনার সব খেলোয়াড়ের দিকেই নজর থাকবে তাদের।

এদিকে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভ্যান ডাইক বলেন, আর্জেন্টিনা শক্তিশালী দল। তাদের আছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তবে আমরা তাদের সবার মোকাবিলা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, নিঃসন্দেহে মেসি সময়ের সেরা ফুটবলার। গত ১৫ বছর ধরে হালের আরেক ক্রেজ ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তিনি। বর্ণিল ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন এ ফুটবল জাদুকর। যে কারণে আমরা তাকে শ্রদ্ধা করি।  

ডাচ ডিফেন্ডার বলেন, মেসির বিপক্ষে খেলা সম্মানের। তবে আমরা শুধু তার বিপক্ষেই খেলব না। পুরো আর্জেন্টিনা টিমের সঙ্গে লড়ব। কেউ একা তাদের রুখতে পারবে না। সবাই মিলে ওদের প্রতিহত করতে হবে। এজন্য ইতোমধ্যে আমরা দারুণ পরিকল্পনাও গ্রহণ করেছি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর