বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

শেষ আটের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:২২ এএম

শেয়ার করুন:

শেষ আটের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে নাস্তানাবুদ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। মাঠের ফুটবল কত দুর্দান্ত হতে পারে, ব্রাজিল তারই প্রমাণ দিয়ে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি। যার ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। 

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। 


বিজ্ঞাপন


এছাড়া আজ দিনে শুরুতে শেষ ষোলোয় লড়াইয়ে এশিয়ার দেশ জাপানের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছিল ক্রোয়েশিয়া। এতে মরুর বুকে বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও দুই দল কোনো গোল আদায় করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটে। সেখানে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে গতবারের রানার্স আপরা।

অপরদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশবচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি থেকে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে এশিয়ান জায়ান্টদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। ফলে শেষ আটের লড়াইয়ে হেসেখেলে উঠছে তিতের শিষ্যরা। 

ফলে কাতার বিশ্বকাপে শিরোপা থেকে তিন ম্যাচ দূরে রয়েছে দুই দলই। দেখার অপেক্ষা কোন দল পরবর্তী রাউন্ডে এগিয়ে যায়। 

এসটি 


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর