ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, তার শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন। অবশেষে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন মৃত্যুর গুঞ্জন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে শক্তি দেয়।
এক বিবৃতিতে পেলে ব্রাজিল দলের সমর্থনে বার্তা দিয়ে জানান, বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে প্রচুর জীবনীশক্তি দেয়।
বিজ্ঞাপন
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, এখনো তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।
ইনস্টাগ্রামে পেলে বলেন, 'আমার বন্ধুরা, আমি চাই সকলে শান্ত ও ইতিবাচক থাকুন। প্রচুর আশা নিয়ে নিজেকে বেশ শক্ত রেখেছি আমি এবং যথারীতি চিকিৎসা মেনে চলছি। যেই পরিমাণ যত্ন আমি পেয়েছি তাতে পুরো মেডিক্যাল ও নার্সিং দলকে ধন্যবাদ জানাতে চাই।'
ফুটবল বিশ্বে পেলেই একমাত্র খেলোয়াড় যার তিনটি(১৯৫৮,১৯৬২,১৯৭০) বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে । ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরণের রেকর্ড করে বসেন তিনি। এমনকি সেই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান তিনি।
বিজ্ঞাপন
এসটি